বিতর্ক এবং বলিউড অভিনেত্রী পুনম পান্ডে যেন সমার্থক শব্দ। বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই সংবাদ শিরোনামে থাকেন বলিউডের লাস্যময়ী সুপার হট অভিনেত্রী পুনম পান্ডে। একাধিকবার নিজের মন্তব্য এবং কাজের জন্য তিনি শিরোনামে উঠে আসেন। এই পুনম পান্ডেকে চেনেন না, এমন মানুষের সংখ্যা আমাদের দেশে হয়তো খুব কম হবে। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল চলাকালীন বিতর্কিত মন্তব্য করে প্রথম ডার্ক লাইমলাইটে এসেছিলেন তিনি।
বর্তমানে মোটামুটি সব সময় ফ্যানদের নজরে থাকেন এই পুনম পান্ডে। সোশ্যাল মিডিয়াতে প্রায় বোল্ড অবতারে ছবি ও ভিডিও পোস্ট করে চর্চায় থাকেন তিনি। ইন্টারনেট দুনিয়ার পাশাপাশি রিয়েল লাইফেও খোলামেলা এবং ছোটখাটো পোশাক পরে রাস্তায় জনসম্মখে বেরিয়ে যান তিনি। বর্তমানে অ্যাডাল্ট তারকা হিসেবেই পরিচিতি পান এই মডেল অভিনেত্রী। কখনো লাইভে বা কখনো ছবিতে প্রায় নগ্ন হতে দ্বিধাবোধ করেন না তিনি। এইজন্য পুনম পান্ডেকে অনেক কটাক্ষের শিকার হতে হলেও, নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন এই অভিনেত্রী।
সম্প্রতি পুনম পান্ডে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে সাহসী একটি রিল ভিডিও পোস্ট করেছেন যা মুহূর্তের মধ্যে দাবানলের মত ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুনমকে প্রথমে নীল রঙের বাথরোবে দেখা যায়, পরে সে তা খুলে ফেলে এবং তিনি সাদা বিকিনিতে সেক্সি পোজ দিচ্ছে। অভিনেত্রীর সাহসিকতা দেখে ব্যবহারকারীদের রাতের ঘুম উড়ে গিয়েছে। ভিডিও পোস্ট হতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে নেট নাগরিকরা।
View this post on Instagram














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference