Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Prosenjit-Trishanjit: ‘চোখ তুলে দেখো না’ গানে নাচল প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ, মুগ্ধ নেটপাড়া

Updated :  Thursday, October 27, 2022 5:15 PM

প্রসেনজিৎ’তের বদলে এবার সোশ্যাল মিডিয়া কাঁপালেন তারই ছেলে তৃষাণজিৎ। বাবার অভিনীত সাম্প্রতিক ছবির গানে বন্ধুদের সাথেই দুর্দান্ত নাচ তৃষাণজিৎ’এর। বিদেশের রাস্তাতেই বানিয়েছেন এই সাম্প্রতিক ভাইরাল হাওয়া ভিডিওটি। আর তার সেই ভিডিওই আপাতত ভাইরাল গোটা নেটদুনিয়ায়। সাধারণ থেকে তারকা সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রসেনজিৎ পুত্রকে। সেই ভিডিও ভাইরাল হতেই টলিউডে তৃষাণজিৎ’এর পা রাখা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

খুব শীঘ্রই সম্রাট শর্মা পরিচালিত ‘প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা’ ছবিটি মুক্তি পেতে চলেছে। সেই ছবির টাইটেল ট্রাকের সাথেই বিদেশের রাস্তায় নাচতে দেখা গিয়েছে প্রসেনজিৎ পুত্রকে। গানের হুক স্টেপের সাথেই আমেরিকা যুক্তরাষ্ট্রের রাস্তায় নিজের তিন বন্ধুর সাথে দেখা গিয়েছে তৃষাণজিৎকে। এই মুহূর্তে প্রসেনজিৎ ও অর্পিতার পুত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে নিজের পড়াশোনার খাতিরেই রয়েছেন। একেবারে বাবাকে নকল করেই নাচতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি তার সেই ভিডিওতে তারকামহলের একাংশ রীতিমত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, সেকথা অবশ্য ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রসেনজিৎ পুত্রের টলিউডের পা রাখা নিয়ে জল্পনা চলছে। এখনই যে তিনি অভিনয় দুনিয়ায় আসছেন না, সেকথা স্পষ্ট। কারণ এর আগে একাধিকবার বলেছেন তার অভিনয়ের থেকে বেশি পছন্দ ফুটবল দেখা। মেসির অন্ধভক্ত তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই এখন মিডিয়াতে তাকে নিয়ে চর্চা তুঙ্গে।

ছবির প্রচারের খাতির এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির বেশ কিছু কলা কুশলীদের সাথে নিয়েই তার আসন্ন ছবির টাইটেল ট্রাকের সাথে হুক স্টেপ করে শেয়ার করেছেন। পাশাপাশি সেই ভিডিওর মাধ্যমে সকলকে বার্তা দিয়েছেন, বাকি সকলেই যেন এই গানের সাথে হুক স্টেপটি করেন। পাশাপাশি সেই ভিডিও তারা যেন ‘হ্যাশট্যাগ প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা’ লিখে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর তার সেই ভিডিও বার্তার পরেই অভিনেতা পুত্রের এই ভিডিও পোস্ট, যা নিঃসন্দেহে নজর কেড়েছে গোটা মিডিয়ামহলের।

সম্রাট শর্মার আগামী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা’। আর সেই ছবির প্রচারের খাতিরেই এমন অভিনব প্রচেষ্টা কলাকুশলীদের। পল্লবী চট্টোপাধ্যায়ের ঘটখালীতেই সম্পন্ন হবে এই বিয়ে। আর তাদের বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন তাদের ম্যানেজাররা, মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করেন দর্শকরাও। খুব শীঘ্রই আদ্যোপান্ত একটি মজার ছবি নিয়ে হাজির হতে চলেছে এই জুটি। আসন্ন এই ছবিতে মুখ্য চরিত্র হিসেবে দুই নতুন মুখের দেখা মিলবে। উল্লেখ্য, এই ছবিতে মুখ্য ভূমিকায় ঋষভ বসু এবং ইপ্সিতা মুখোপাধ্যায়কে দেখা যাবে। ছবির ট্রেলার থেকে শুরু করে প্রচার সবটাই হয়েছে অভিনব পদ্ধতিতে। এখন এটাই দেখার আসন্ন এই ছবিটি ঠিক কতটা প্রভাব ফেলতে পারে দর্শকমহলে? আগামী ২৫’শে নভেম্বর মুক্তি পেতে চলেছে সম্রাট শর্মার এই ছবি।