Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

(Python Attak Dog) একটি কুকুরকে আক্রমন করলো একটি বিরাট পাইথন, তারপর যা হল….দেখুন

Updated :  Friday, August 18, 2023 6:19 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই সাপেদের মধ্যে অজগর অত্যন্ত ভয়ানক। এই সাপ গিলে নিতে পারে আস্ত মানুষকেও। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই পাইথনের একটি ভয়ানক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনার চক্ষু চড়কগাছ হতে পারে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একটি খোলা মাঠের মধ্যে একটি পাইথন সাপকে দেখে চিৎকার করছে একটি কুকুর। আর কুকুরের অতর্কিত আক্রমণে বেশ বিরক্ত হয়েছে বিরাট লম্বা সাপটি। সেও ফণা তুলে কয়েকবার তেড়ে যায় ওই কুকুরের দিকে। কিন্তু এই আক্রমণ থেকে কোন রকমের প্রাণ বাঁচিয়ে নেয় ওই কুকুরটি। বিরাট ওই পাইথনের এমন ক্রোধ দেখে ভয় পেয়ে যাবেন আপনিও। তবে শেষপর্যন্ত ওই কুকুরের কি হয়েছে তা জানা যায়নি ভিডিও থেকে। wild_life_animal_fight নামক একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি পাওয়া গিয়েছে।