Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলব সৌরভ গাঙ্গুলীর সাথে, বললেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

Updated :  Tuesday, March 15, 2022 10:21 PM

রাজনৈতিক কারণ হোক কিংবা খেলার মাঠে, ভারত-পাকিস্তান মুখোমুখি মানে আসর জমে উঠবেই। তবে রাজনৈতিক কারণে ব্যাঘাত ঘটেছে ক্রিকেটমহলে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি কোন দেশ। অথচ ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে এই দুই দলের ক্রিকেটাররা যখন মাঠে নামে। দ্বিপাক্ষিক সিরিজ হোক কিংবা বিশ্বকাপ, মাঠে তিল ধারণের জায়গা রাখেনা ক্রিকেটপ্রেমীরা। অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচ মানে চরম উত্তেজনা। তবে সাম্প্রতিক সময়ে শুধুমাত্র বিশ্বকাপের আসরে ছাড়া মুখোমুখি হতে দেখা যায় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে।

বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে এর প্রতিকার নিয়ে গর্জে উঠেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। রাজনৈতিক কারণে বৈরিতা থাকলেও খেলার প্রাঙ্গণ তার প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন তারা। এমনকি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছেন দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মানিত কর্মকর্তারা। তবে এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা আসেনি ভারত-পাকিস্তান সম্পর্কে।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে বলেন,”ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়তো তাড়াতাড়ি মাঠে গড়ানো সম্ভব নয়। তবে এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সাথে বৈঠক করার আশা রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ হোক বা না হোক ত্রিদেশীয় সিরিজ কিংবা চারদলের সিরিজের আয়োজন করা যেতেই পারে। এতে পাকিস্তানের সাথে সাথে ভারতের ক্রিকেটেও আমূল পরিবর্তন আসবে। তবে সেই প্রচেষ্টা কতটা সফল হবে সেটা সময়ের অপেক্ষা।”

আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী খোলাখুলি ইঙ্গিত দিয়েছিলেন, রাজনৈতিক কারণে কোনো ভাবেই পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব নয়। আর সেই প্রচেষ্টা করাও পুরোপুরি ব্যর্থ। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত হলে ২২ গজে বল গড়াতে মোটেও দেরি হবে না।