Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মনে আছে বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নিকে? এখন চেহারা পাল্টে গেছে, দেখে চিনতেই পারবেন না

Updated :  Tuesday, August 29, 2023 7:24 PM

বলিউড দুনিয়াতে অভিনয় দক্ষতার জোরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সাল্লু ভাই। পুরনো হিন্দি সিনেমা হোক কি নতুন হিন্দি সিনেমা সবেতেই বাজিমাত করেন তিনি। সম্প্রতি কিছু বছর আগে বলিউডে রিলিজ করেছিল বজরঙ্গি ভাইজান যা সিংহভাগ মানুষের বেশ পছন্দ হয়েছিল। সাল্লু ভাইয়ের সিনেমা আবার হিট হবে না, এমন কি হয়। তবে আপনাদের জানিয়ে রাখি এই বজরঙ্গি ভাইজান সিনেমাতে ভাইজানের পাশাপাশি অসম্ভব সুন্দর অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন শিশুশিল্পী হার্শিতা মালহোত্রা। মুন্নি চরিত্রে তার অভিনয় এখনও অবধি দেখলে মন ভাল হয়ে যায়।

তবে হার্শিতা মালহোত্রা এখন আর ছোট নেই। তাকে দেখতে বর্তমানে অপরূপ সুন্দরী হয়ে গেছে। সে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন রিল ভিডিও পোস্ট করেন। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই হার্শিতা মালহোত্রার কিছু ছবি ব্যাপক ভাইরাল হয়েছে যাতে তাঁকে খুবই কিউট লাগছে। ৮ বছরের সেই মুন্নির বয়স এখন ১৫ বছর। সে তারকা হলেও তাঁর বিনয়ী চরিত্র মন জয় করে সকলের।

কিন্তু বর্তমানে বলিউডের লাইমলাইটে আর দেখা যায় না এই অভিনেত্রীকে। তাহলে কি তিনি লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া ছেড়ে দিলেন? জানা গেছে, তার কাছে বেশ কিছু টিভি শো এবং ওটিটি শোয়ের অফার এসেছে। কিন্তু তিনি এরকম কোন জায়গায় কাজ করতে চান না যেখানে তার গল্পটা পছন্দ হয়নি। এই মুহূর্তে তিনি একটি ভালো গল্পের জন্য অপেক্ষা করছেন।