Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘Saki Saki’, কালো স্যুট পরে ঠুমকা দিয়ে পার্টি লুটে নিলেন এই সুন্দরী, লোকে দেখার জন্য পাগল

Updated :  Monday, July 31, 2023 3:09 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কারোর প্রতিভা নেটমহলের নজর টানে তাহলে, সেই নির্দিষ্ট ভিডিও কিংবা ছবি গোটা নেটমহলে ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি তেমনই একটি নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘এসজি স্টুডিও’ থেকে ১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার পাতায়। বলাই বাহুল্য, এই মুহূর্তে চর্চিত এই ভিডিওটি দেড় লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে এক পাকিস্তানি নৃত্যশিল্পীকে ভরা আসরে দুর্দান্ত নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে। এদিন কালো রঙের পোশাকই দেখা গিয়েছিল তার পরনে। সবসময়ের মত নিয়েছিলেন ভারি মেকাপও। বলাই বাহুল্য, আসরে তার প্রতিটা ঠুমকাই টাকার বৃষ্টি আনছিল। আসরে উপস্থিত সকলেই রীতিমতো মজে উঠেছিলেন তার নাচ দেখে। সেকথা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই বোঝা যাবে।

রিমল আলি শাহ পাকিস্তানি নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও পরিচিত একজন। এদিন খোলা চুলে রীতিমতো আবেদনময়ী রূপেই দেখা গিয়েছিল তাকে। কোন একটি দাওয়াতের অনুষ্ঠানেরই দৃশ্য এটি। বলিউডের হিট গান ‘সাকি সাকি’র তালেই এদিন আসর জমিয়েছিলেন তিনি। গানটি নেহা কক্করের কন্ঠেই শোনা গিয়েছিল। তবে এই নাচের দৃশ্য পাকিস্তানিদের কাছে নতুন কিছু নয়। তাদের যেকোন ছোট-বড় অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা যায় এমন এক বা একাধিক নৃত্যশিল্পীকে। আপাতত, রিমল আলি শাহের এই ভিডিওটি নিয়েই চর্চা চলছে একাংশের মাঝে। সকলের জন্য আবারো রইল সেই ভিডিওই, দেখে নিন।