Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Salman Khan’s Look: ভাইয়ের জন্মদিনের পার্টিতে ফাঙ্কি লুকে সালমান খান, ভাইরাল ঝলক

Updated :  Saturday, August 5, 2023 7:48 PM

সালমান খান নামটা অপরিচিত নয় কারোর কাছেই। বলিউডের ভাইজান তিনি। প্রায়ই কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চিত হন ভাইজান। তার উপর মিডিয়ার নজর থাকে ২৪ ঘন্টা। তিনি যেখানেই যান পাপারাজিৎদের ক্যামেরা কখনোই সরে না তার উপর থেকে। তবে এবার আবারো চর্চার আলো কেড়েছেন ভাইজান। এবার নিজের সাম্প্রতিক ফাঙ্কি লুকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত অভিনেতা।

গত ৪’ঠা আগস্ট ৫৬ বছর বয়সে পা দিলেন ভাইজানের ভাই আরবাজ খান। নিজের ভাইয়ের জন্মদিন মাথায় রেখেই অনুষ্ঠিত ছোট ঘরোয়া অনুষ্ঠানেই এদিন হাজির ছিলেন অভিনেতা। এদিন বলিউড অভিনেতা হিসাবে নয়, একজন বড় দাদা হিসাবেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠানে প্রবেশ করার পূর্বেই গাড়ি থেকে নামার সময় পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েছে অভিনেতার এদিনের একেবারে সাধারণ লুক। আপাতত, সেই নিয়েই চর্চিত ভাইজান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন নিজের দেহরক্ষীদের সাথে নিয়েই আরবাজ খানের জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। এই অনুষ্ঠানে অভিনেতাকে লাল জিন্স, কালো টি-শার্ট ও ছাই রঙের শার্টে দেখা গিয়েছিল। গাড়ি থেকে নেমে পাপারাজিৎদের সামনে পোজ না দিয়েই এদিন সোজা বাড়ির ভিতর চলে গিয়েছিলেন ভাইজান। একেবারে ঘরোয়া অনুষ্ঠানেই সন্ধ্যাটা কাটিয়েছিলেন ভাইয়ের সাথে। কেক কাটার পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবাজ খানের ঘনিষ্ঠমহলের একাংশও। অবশ্য তার বেশ কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, অভিনেতার এই সাম্প্রতিক ঝলক ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে।