Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Yash Dasgupta :’সতীন নিয়েও সংসার করতে রাজী’! একফ্রেমে লেন্সবন্দী নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তর স্ত্রী

Updated :  Monday, September 20, 2021 5:01 PM

যশ দাশগুপ্ত আর নুসরত জাহানকে নিয়ে যা কাণ্ড ঘটুক না কেন তাঁকে নিয়ে চর্চা এক্কেবারেই থামছে না। দিন যত যাচ্ছে ততই এই চর্চিত জুটি পেজ থ্রিয়ের শিরোনামে থাকছেন। সদ্যই প্রকাশ্যে এসেছেন যশ দাশগুপ্তর প্রাক্তন স্ত্রী, শ্বেতা সিং কালহানস। শুধু কি প্রক্তন স্ত্রী আছে তাঁদের একটি ন’বছরের একটি বড় ছেলে রয়েছে। আর এই ছেলে থাকেন যশের সাথেই। এই খবর প্রকাশ্যে আসার কিছু ঘন্টার মধ্যে জানা গিয়েছে যশই নুসরত জাহানের একমাত্র পুত্র ঈশানের বাবা।

এই খবর প্রকাশ্যে আসার ২৪ ঘন্টা মধ্যে দুজনে মিলে আরো এক বড় চমক দেন। বিশ্বকর্মা পুজোর সন্ধ্যে অভিনেত্রী এনা সাহার অফিসে সিঁদুর মাথায় নিজের প্রেমিক যশের সাথে হাজির হন। আর এই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়। এরপরেই প্রশ্ন উঠছে তবে কি চুপিচুপি বিয়েটা সেরে ফেলেছেন ‘যশরত’? যশ-নুসরতের বৈবাহিক সম্পর্কের সমীকরণ নিয়ে এখন নানান প্রশ্ন তার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। সেই ভিডিয়োতে যশ নুসরতকে নয় বরং অন্য একজনের সিঁদুর পরিয়ে দেন। ব্যাস এই ভিডিও প্রকাশ্যের পর ফের সংবাদ শিরোনামে যশ।

Yash Dasgupta :'সতীন নিয়েও সংসার করতে রাজী'! একফ্রেমে লেন্সবন্দী নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তর স্ত্রী

কার মাথায় সিঁদুর পরিয়েছেন অভিনেতা? ইনি আর কেউ নন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। যিনি বরাবর যশের প্রতি নিজের ভালোবাসার কথা জাহির করেন। শনিবার স্যান্ডি নিজের সোশ্যাল মিডিয়ায় যশের হাতে সিঁদুর পরার ভিডিও পোস্ট করে স্যান্ডি লেখেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা…অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো’। পরদিনই যশের সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন স্যান্ডি। সেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও এই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনিই পুরোটাই নেহাত মজার ছলে আর সাধারণ মানুষকে বিনোদন দেওয়ার জন্য করেছেন।

Yash Dasgupta :'সতীন নিয়েও সংসার করতে রাজী'! একফ্রেমে লেন্সবন্দী নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তর স্ত্রী

এখানেই থেমে নেই মিঃ এন্টারটেনমেন্ট। ফের সোমবার যশ ও নুসরতের সঙ্গে একটি ছবি পোস্ট করে স্যান্ডি। আর ক্যপশানে লিখলে ‘দুই সতীনের সংসার’ ঠিক কেমন। এই ছবিতে যশরতের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে স্যান্ডিকে। যিনি সম্প্রতি নিজেকে ইয়াশিকা বলেও পরিচয় দেন। এই ছবিতে যশ-নুসরত আর স্যান্ডির সাজপোশাক দেখেই স্পষ্ট এই ছবিটি বিশ্বকর্মা পুজোর দিনের। অর্থাৎ গত শুক্রবার এনা সাহার অফিসে হাজির ছিলেন তিনজনে, সেখানেই এই ছবি তুলেছেন তাঁরা। এই ছবিতে ফের একবার নজর কাড়ছে নুসরতের সিঁথির সিঁদুর। এই ছবি শেয়ার হু হু করে ভাইরাল সোশ্যালে। কমেন্ট বক্সে স্যান্ডি লেখেন, ‘তাকে পেতে গেলে যদি সতীন নিয়েও সংসার করতে হয় ,তাতেও রাজী।’

না সত্যি সত্যি এরা বিয়ে করেননি। স্যান্ডির নতুন ভিডিয়োতে যশ উপস্থিত ছিলেন আর তা দেখবার অপেক্ষাতেও ফ্যানেরা। স্যান্ডির জানান, যশ খুব মজার মানুষ। তাই এই ধরণের কনটেন্টের ভিডিয়োর অংশ হতে কোনওরকম কুন্ঠাবোধ করেন না তিনি। বরং এই বিষয়গুলি খুব স্পোর্টিংলি নেন। আর যশের বর্তমান সহবাস সঙ্গী, নুসরতের প্রসঙ্গে স্যান্ডি বললেন, ‘নুসরতও খুবই মজার মানুষ। তাঁর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে আর তিনিও রাজী’।