Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shama Sikander: ডিপ নেক লাইন কাটিং ব্লাউজ, গোলাপী শাড়িতে মোহময়ী অভিনেত্রী শামা সিকান্দার, দেখুন ছবি

Updated :  Thursday, October 27, 2022 10:22 AM

ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে ‘প্রেম আগুন’এ একটি ছোট চরিত্রে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর অন্যতম জনপ্রিয় ছবি ‘মন’এও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফে হ্যায়’তে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে সাধারণদের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ শামা সিকান্দার। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি মুগ্ধ করে তার অগণিত ভক্তদেরও। সম্প্রতি শাড়ি লুকে একেবারে বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। একেবারে উৎসবের মেজাজেই দেখা মিলেছে তার।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে শাড়ি লুকে দেখা গিয়েছে তাকে। ডিপ নেক লাইন কাটিং স্লিভলেস ব্লাউজ ও গোলাপী শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। শাড়ি লুকে তিনি যে যথেষ্ট বোল্ড লুক ক্যারি করেছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। খোঁপা বেঁধে মানানসই জমকালো কানের দুলেও সেজে ছিলেন তিনি। দিওয়ালির ঘোর যেন কাটতেই চাইছে না তারকাদের। সম্প্রতি শামা সিকান্দারের শাড়ি লুক রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্ভবত দিওয়ালির দিনই এই লুকে সেজে উঠেছিলেন তিনি। ঘরের আয়নার সামনে দাঁড়িয়েই ৪’টি ছবি তুলেছেন তিনি। তার চোখে-মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। এদিন যে তিনি নিজের ঘনিষ্ঠ মহলের সাথেই সময় কাটিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত এই বোল্ড অভিনেত্রী নিজের ইন্ডিয়ান লুকের সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে তুমুল চর্চিত হয়েছেন। তার রূপের আগুনে মন পুড়েছে তার একাধিক পুরুষ ভক্তদের। নিজেদের মুগ্ধতার কথাও লিখে জানিয়েছেন অনেকে। সেই কথা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।