Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shweta Tiwari: ৪২ বছর বয়সেও শ্বেতা তিওয়ারির সৌন্দর্য অটুট, মানুষ বলেছে- ছোট পর্দার মালাইকা

Updated :  Monday, October 17, 2022 11:16 AM

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে এতদিন পরেও নিজের রূপ ও ফিটনেস রীতিমতো ধরে রেখেছেন তিনি। ৪২ বছর বয়সেও তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা রীতিমতো কঠিন, তা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

বলাই বাহুল্য, এখনো দর্শকমহলে অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা নেহাত কম নয়। ১৯৯৯ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অভিনেত্রী হিসেবে সক্রিয় তিনি। টেলিভিশনের পর্দায় এখনো মুখ্য ভূমিকায় দেখা মেলে তার। উল্লেখ্য, এই মুহূর্তে জি টিভির পর্দায় ‘অপরাজিতা’ ধারাবাহিকে হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মানব গোহিলের বিপরীতে দেখা মিলছে অভিনেত্রীর। সম্প্রতি শুরু হওয়া এই ধারাবাহিক এই অল্পসময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে নয়, নিজের বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে সাদা ফুলস্লিভ ক্রপটপ ও ব্লু ডেনিমে দেখা দিয়েছেন তিনি। খোলা চুলে, নুড মেকাপেই আপাতত তাক লাগিয়েছেন তার অগণিত ভক্তমহলকে। পাশাপাশি ঠোঁটে বজায় রেখেছিলেন তার সেই চির পরিচিত হাসি, যা আবারো মন কেড়েছে নেটনাগরিকদের। দ্বিতীয়বার মা হওয়ার পরে ৪২ বছর বয়সে এসেও অভিনেত্রী যেভাবে নিজেকে মেন্টেন করে রেখেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

আপাতত অভিনেত্রী যে বোল্ড ফটোশুটের সূত্র ধরেই মিডিয়ামহলে চর্চার আলোয় রয়েছেন, তা স্পষ্ট সকলের কাছেই। এই মুহূর্তে নিজের সাম্প্রতিক ফটোশুটের ছবি শেয়ার করেই ক্যাপশনে লিখেছেন, যদি কেউ খুশি থাকার জন্য কারণ খোঁজেন, তাহলে তিনি ভুল জীবনে বাঁচছেন। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই অভিনেত্রীর ছবিতে মন্তব্য করেছেন, যার ঝলক মিলবে কমেন্টবক্সেই। উল্লেখ্য, সকলের মাঝে কারাণবীরের মন্তব্যই আপাতত নজর কেড়েছে নেটমহলের। তাকে মন্তব্যে শ্বেতাকে জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে, তিনি তার মোম্মাকে দেখেছেন কিনা! তবে অভিনেত্রী এখনো তার সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় কোন মন্তব্য করেননি।