হিন্দি টেলিভিশন জগৎ’এর অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগৎ’এ পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে এতদিন পরেও নিজের রূপ ও ফিটনেস রীতিমতো ধরে রেখেছেন তিনি। ৪২ বছর বয়সেও তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা রীতিমতো কঠিন, তা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
বলাই বাহুল্য, এখনো দর্শকমহলে অভিনেত্রী হিসাবে তার জনপ্রিয়তা নেহাতই কম নয়। ১৯৯৯ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অভিনেত্রী হিসাবে সক্রিয় তিনি। টেলিভিশনের পর্দায় এখনো মুখ্য ভূমিকায় দেখা মেলে তার। উল্লেখ্য, শেষ তাকে জি টিভির ‘ম্যা হু অপরাজিতা’ ধারাবাহিকে হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম জনপ্রিয় অভিনেতা মানব গোহিলের বিপরীতে দেখা মিলছিল অভিনেত্রীর। এই ধারাবাহিক অল্পসময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। তবে ইতিমধ্যেই চলতি বছরের জুন মাসে সেই ধারাবাহিক ইতি টেনেছে টেলিভিশনের পর্দায়। এই মুহূর্তে অভিনেত্রী নিজের কাজের সূত্র ধরে নয়, নিজের সাম্প্রতিক সাহসী ফটোশুটের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন নেটনাগরিকদের একাংশের মাঝে।
View this post on Instagram
সাম্প্রতিক ভাইরাল হওয়া ফটোশুটের সূত্র ধরেই গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। ঝলকে অভিনেত্রীকে সুইমিং পুলের মধ্যে থেকেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছিল। এদিন হলুদ শাড়ি ও শ্যাওলা রঙের স্লিভলেস ব্লাউজে খোলা চুলে লাস্যময়ী রূপেই সেজে উঠেছিলেন তিনি। আর তার এই রূপের ঝলক ঘায়েল করেছে অধিকাংশকেই। তার ঝলক অবশ্য কমেন্টবক্সেই রয়েছে। কোন সাহসী ফটোশুটের সূত্র ধরেই যে অভিনেত্রী এই বেশে সেজে উঠেছিলেন, তা অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের ডেসক্রিপশনে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত, নিজের এই সাম্প্রতিক হলুদ শাড়ির সূত্রেই নিজের অনুরাগীমহলের একাংশের ঘুম উড়িয়েছেন অভিনেত্রী।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference