Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2: খরচ কমাতে সামান্থার বদলে শ্রীলীলা? “পুষ্পা ২”-এর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Updated :  Saturday, November 30, 2024 9:59 AM

বছর দুই আগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যানারে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’ সিনেমার প্রথম অংশ। যেখানে আল্লু অর্জুনকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখে কেঁপে উঠেছিলেন ভক্তরা। পাশাপাশি নিজের অভিনয় দিয়ে আলোচনায় উঠে এসেছিলেন অভিনেত্রী রশ্মিকা মানন্দা। তবে একটি গানে পারফরমেন্স করে সর্বাধিক আলোচনায় উঠে এসেছিলেন সেক্সি অভিনেত্রী সামান্থা। বছর দুয়েক আগে সিনেমার রিলিজ করা হলেও সামান্থার ‘উ আন্টাভা’ দেখে আজকের দিনেও শিহরিত হন ভক্তরা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে পুষ্পা সিনেমার দ্বিতীয় অংশের ট্রেলার। যা বর্তমানে আলোচনার শীর্ষস্থানে রয়েছে নেটিজেনদের কাছে। আগামী ৫ই ডিসেম্বর বড় পর্দায় সিনেমাটির মুক্তি নিয়েও উৎসাহিত রয়েছেন ভক্তরা।

তবে এরই মধ্যে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর গান ‘কিসিক’-এর সংক্ষিপ্ত অংশ প্রকাশ্যে এসেছে। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। সিনেমা নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, এই সিনেমায় “কিসিক” গানের বেশ গুরুত্ব রয়েছে। তবে এই আইটেম গানে আর দেখা যাবে না সেক্সি অভিনেত্রী সামান্থাকে। যানা গেছে অভিনেত্রী সামান্থা এই আইটেম গানের জন্য এতটাই পারিশ্রমিক চেয়েছেন যে, সিনেমা নির্মাতা বাধ্য হয়ে তাকে ছাড়াই এই গান নির্মাণ করেছেন। সূত্রের খবর, “কিসিক” গানের জন্য শ্রদ্ধা কাপুরকেও অফার করা হয়েছিল। তবে তিনিও বেশি পারিশ্রমিক চাওয়ার কারণে এই গানে পারফর্মেন্স করার সুযোগ জুটে যায় অভিনেত্রী শ্রীলীলার।

ইতিমধ্যে “কিসিক” গানের ঝলক দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রী শ্রীলীলাকে সাহসী পারফরমেন্স করতে দেখা গেছে। তবে এই গানে পারফরমেন্স করার জন্য তিনি কত টাকা নিয়েছেন সে বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি অভিনেত্রী শ্রীলীলা। তিনি বলেন, সিনেমা নির্মাতারা তাকে সুযোগ দিয়েছেন, আর সেই সুযোগ তিনি কাজে লাগিয়েছেন, তাদের সাথে পারিশ্রমিক নিয়ে কোনো রকম কথা হয়নি। তবে বিভিন্ন সূত্র অনুসারে জানা যাচ্ছে, কিসিক গানে সেক্সি পারফরমেন্স করার জন্য অভিনেত্রী শ্রীলীলা ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। আমরা আপনাদের বলে রাখি, অভিনেত্রী সামান্থা ‘উ আন্টাভা’ গানে পারিশ্রমিক করার জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।