Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর আবার পুরনো প্রেমিকের সঙ্গে রাত কাটালেন, মধ্যরাতে দুজনের এই ছবি সামনে এসেছে

Updated :  Wednesday, October 26, 2022 10:43 AM

জাহ্নবী কাপুর যে বর্তমানে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন সেই প্রসঙ্গে খুব একটা বিশেষ কিছু শোনা যায় না। কিন্তু তিনি অতীতে কার সঙ্গে সম্পর্কে ছিলেন তা নিয়ে নানা কিছু জানা যায়। এই প্রথমবার নয় যে জাহ্নবী কাপুরের প্রেম জীবন সকলের সামনে চলে এসেছে। এর আগেও তিনি এবং বলিউডের আরেক অভিনেত্রী সারা আলি খান হাজির ছিলেন করন জোহরের চ্যাট শো কফি উইথ করনে। সেখানেই কুছ কুছ হোতা হে পরিচালক দুই নায়িকার প্রেম জীবন নিয়ে নানা অজানা তথ্য ফাঁস করে দিয়েছিলেন। বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি জানিয়েছিলেন, তার বহুতলে থাকা দুই ভাইয়ের সঙ্গে নাকি ডেট করছিলেন জাহ্নবী কাপুর এবং সারা আলি খান। করনের এই মন্তব্যে দর্শকরা অনুমান করে নেন বীর পাহারিয়া এবং শিখর পাহারিয়ার কথা বলতে চাইছেন তিনি। আর এবার সেই শিখরের সঙ্গে দেখা গেল জাহ্নবী কাপুরকে।

সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জাহ্নবী কাপুরের বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করা হয়েছিল। নেট দুনিয়ায় এই সমস্ত ছবি এবং ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে একটি গাড়িতে উঠছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার হাতে রয়েছে একটি ব্যাগ এবং অন্য হাতে রয়েছে একটি পানীয়। কোন দিকে না তাকিয়ে সোজা গাড়িতে উঠে যান জাহ্নবী কাপুর। আর তখনই দেখা যায় গাড়িতে চালকের আসনে রয়েছেন শিখর পাহারিয়া। যার সঙ্গেই একদা জাহ্নবী কাপুরের সম্পর্ক ছিল বলে শোনা যায়। তাহলে কি আবারো পুরনো সম্পর্কে নতুন করে মন দিলেন অভিনেত্রী? না তবে এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত তার কাছ থেকে আমরা পাইনি।

শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর আবার পুরনো প্রেমিকের সঙ্গে রাত কাটালেন, মধ্যরাতে দুজনের এই ছবি সামনে এসেছে

প্রসঙ্গত, কিছুদিন আগে এই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের আগামী ছবি মিলির ট্রেলার এবং প্রথম লুক। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। তার বিপরীতে অভিনয় করতে চলেছেন সানি কৌশল। মিলি ছবিটি মূলত মালায়ালাম ছবি হেলেনের একটি রিমেক। মিলি আসলে একটি বাঁচার লড়াই। এই ছবিতে জাহ্নবী কাপুর এবং সানি কৌশল ছাড়াও বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাবো মনোজ পাহওয়া এবং বলিউডের আরো অনেক তারকাকে। মিলি আসলে বাঁচার লড়াইয়ের গল্প আপনাকে বলবে।

ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি একটি ফাস্টফুড চেইনে কাজ করছেন জাহ্নবী কাপুর। আচমকা একদিন তিনি আটকে পড়েন ফ্রিজারে এবং বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় সেই দোকান। ফ্রিজার থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করতে থাকেন তিনি কিন্তু একনাগাড়ে ফ্রিজারের মধ্যে থাকতে থাকতে ঠান্ডায় জমে যেতে থাকে তার হাত-পা। ক্রমশ যেন মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকেন মিলি ওরফে জাহ্নবী কাপুর। তাহলে ফ্রিজের থেকে কি শেষমেষ বের হতে পারবেন জাহ্নবী? তা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত। আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মিলি ছবিটি। ট্রেলারে জাহ্নবী কাপুরের অভিনয়ে খুশি হয়েছেন দর্শকরা। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।