Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একদিকে শুভেন্দুর পদত্যাগ ও অন্যদিকে মিহিরের দিল্লিযাত্রা, জোড়া ধাক্কা তৃণমূলে

Updated :  Friday, November 27, 2020 6:05 PM

এইবার দ্বিগুণ ধাক্কা খেল রাজ্যের শাসক শিবির। বহু জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব ছাড়তে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এর সাথেই এইদিন দিল্লি পৌঁছালেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। সূত্র হতে জানা গিয়েছে যে, আজ বিকেলে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। তার সাথে রয়েছেন বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক।

শুভেন্দুর মতোই বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গিয়েছিল মিহিরকে। তিনি বলেছিলেন, দীর্ঘ দশ বছর ধরে দলের অনুগত রয়েছেন তিনি। কিন্তু যোগ্য সম্মান দেওয়া হয়নি তাকে। এই জায়গা থেকেই ক্ষোভ বাড়তে থাকে তার মনে। তবে ড্যামেজ কন্ট্রোলের বহু চেষ্টা করেছিলেন তিনি। তাকে বহুবার বোঝাতে চেয়েছিলেন উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু শেষে ব্যর্থ হন তিনি। বৃহস্পতিবার তিনি দলের বিরুদ্ধে নিজের সোশ্যাল মিডিয়াতে উগরে দেন ক্ষোভ। সব পদ থেকে সরে দাঁড়াবেন বলেও এইদিন জানিয়েছিলেন তিনি। এরপরেই শুক্রবার তথা আজ দিল্লি পৌঁছান তৃণমূলের সাংসদ। বিজেপি সূত্রে খবর, এইদিন বিকেলেই বিজেপি অফিসে যাবেন তিনি এবং সেখানেই তিনি যোগ দেবেন গেরুয়া শিবিরে।

অন্যদিকে দীর্ঘ সমালোচনা শেষ করে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন দলের হেভি ওয়েট নেতা শুভেন্দু অধিকারী। গতকাল মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন শুভেন্দু। চিঠি দিয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন পদত্যাগের সিদ্ধান্ত। তবে এখন বিধায়ক পদে রয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, শুভেন্দুর দল ছাড়া কেবল সময়ের অপেক্ষা মাত্র।