Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নাচের ঠুমকায় স্টেজে রীতিমতো আগুন ধরিয়ে দিলেন স্বপ্না চৌধুরী, আবারো ভাইরাল পুরনো এই ভিডিওটি

Updated :  Saturday, December 23, 2023 2:08 PM

হরিয়াণবী গায়িকা ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী আজকের দিনে যেমন জনপ্রিয়, তেমনই জনপ্রিয় ছিলেন তিনি তার শুরুর দিকেও। তার গান ও নাচের প্রতিটি পারফরম্যান্সই দর্শকদের মুগ্ধ করতো। সেই স্মৃতিকেই আবারো মনে করিয়ে দিলো স্বপ্না চৌধুরীর একটি পুরনো গানের ভিডিও। সম্প্রতি ইউটিউবে আপলোড করা হয়েছে স্বপ্না চৌধুরীর ‘লক কসুতা’ গানটির একটি পুরনো ভিডিও। এই ভিডিওতে স্বপ্না চৌধুরীকে ৬ বছর আগের একটি অনুষ্ঠানে ‘লক কসুতা’ গানে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, স্বপ্না চৌধুরী সাদা ও গোলাপি রঙের সালওয়ার-কামিজ পরে একটি মঞ্চে নাচছেন। তার নাচের দক্ষতা দেখে দর্শকরা মুগ্ধ হয়ে পড়ছেন। স্বপ্না চৌধুরীর নাচের তালে তালে দর্শকরা হাততালি দিচ্ছেন এবং উল্লাস করছেন। ভিডিওটি দেখে অনেকেই স্বপ্না চৌধুরীর সেই সোনালী দিনগুলোর কথা মনে করে ফেলেছেন। অনেকেই ভিডিওর নিচে মন্তব্য করে স্বপ্না চৌধুরীর নাচের প্রশংসা করেছেন।

ভিডিওটি দেখে এক দর্শক লিখেছেন, “স্বপ্না চৌধুরীর নাচের কোনো তুলনা হয় না। তিনি এখনও যেমন ছিলেন, তেমনই আছেন। তার নাচের প্রতিটি মুহূর্তই অসাধারণ।” অন্য এক দর্শক লিখেছেন, “স্বপ্না চৌধুরীর নাচ দেখতে আমার দারুন লাগে। তিনি আমাদের দেশের একজন সম্পদ।” স্বপ্না চৌধুরীর এই ভিডিওটি বলতে গেলে এখন তার ভক্তদের জন্য এক অনন্য উপহার।