করোনা মহামারির কারণে যখন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধ্বস নেমেছিল, ঠিক তখনই ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে শুরু হয়েছিল ওয়েব সিরিজের পথ চলা। যা বিগত কয়েক বছরে চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। মহামারির প্রকোপ থেকে গোটা বিশ্ব মুক্তি পেলেও ডিজিটাল প্লাটফর্মে সাহসী ওয়েব সিরিজের চাহিদা একটুও কমেনি। গরম দিনের পর দিন তা বেড়েই চলেছে।
আজ উল্লু, প্রাইম শর্ট, এমএক্স প্লেয়ার সহ একাধিক ডিজিটাল প্লাটফর্মে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে একের পর এক সাহসী ওয়েব সিরিজ। প্রথমদিকে থ্রিলার, রোমাঞ্চকর কিংবা কৌতুক জাতীয় ওয়েব সিরিজ করা হলেও নেটিজেনদের পছন্দের তালিকায় জায়গা করে নেয় যৌ*তায় ভরা ওয়েব সিরিজ গুলি। এক কথায়, যে ওয়েব সিরিজে যত বেশি খোলাখুলি দৃশ্য, সেখানে তত বেশি সোশ্যাল মিডিয়া প্রেমীদের ভিড়। ফলে চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে বেশিরভাগ ডিজিটাল প্লাটফর্মে রিলিজ করা হচ্ছে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজ।
সম্প্রতি জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্ম তথা উল্লুতে রিলিজ করা হয়েছে রোমান্সে ভরপুর ড্রামা জাতীয় ওয়েব সিরিজ। যার প্রতিটা দৃশ্য ঘাম ঝরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের। “তাওয়া গরম” নামের এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে একজন যৌ*ন পিপাসু কাকিমাকে কেন্দ্র করে। যিনি তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করে মোটেও খুশি নন। ফলে নিজের দুই দেওরকে প্রলুদ্ধ করতে থাকেন ওই কাকিমা। এরপর একসময় তিনি তার কর্মে সফল হন। এর পরের ঘটনা দেখতে হলে অবশ্যই আপনাকে ঘরের দরজা বন্ধ করে উল্লু অ্যাপ্লিকেশনে গিয়ে উপভোগ করতে হবে “তাওয়া গরম” ওয়েব সিরিজটি।














Talanoa Hufanga: Broncos Defense Will Decide Week 10 vs Raiders