Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Akshara Singh: মঞ্চ কাঁপানো নাচ অক্ষরার, ঝলমলে পোশকে দর্শকদের সামনে এনন নাচলেন ভোজপুরি অভিনেত্রী

Updated :  Monday, September 4, 2023 10:30 AM

বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি তারকাদের জনপ্রিয়তা নেহাতই কম নয়। এই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে কোন কিছুই অজানা বা অচেনা নেই নেটনাগরিকদের কাছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার পাতায় যদি ভোজপুরি প্রথম সারির কোনো তারকার একটি ঝলক ভাইরাল হয় তাহলে, তা খুব স্বাভাবিকভাবেই নজর কাড়ে অধিকাংশের। সম্প্রতি তেমনই আরো এক ঝলকের সূত্র ধরেই চর্চিত ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী অক্ষরা সিং।

সাম্প্রতিক ঝলকে ভোপালের এক অনুষ্ঠানের মঞ্চেই উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। মঞ্চ মাতিয়ে করেছিলেন পারফর্মও। ভাইরাল হওয়া ঝলকে এদিন অভিনেত্রীকে হিট ভোজপুরি গানের তালেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। তার পরনে ছিল রূপালী রঙের চকচকে ওয়েস্টার্ন লং পোশাক। মানানসই মেকাপেও ছিলেন এদিন। মঞ্চে এদিন জোরদার নাচের মুডেই উপস্থিত ছিলেন তিনি। আপাতত, নিজের এই পারফর্ম্যান্সের ঝলকের সূত্রে একাংশের মাঝে পুনরায় চর্চিত তিনি। আপাতত, সেই ঝলক ‘ভিগো ডান্স মাস্তি’ নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অভিনেত্রীর এই মঞ্চ মাতানো নাচের ঝলক পৌঁছে গিয়েছে ২১ লাখেরও বেশি মানুষের কাছে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী তিনি। ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকাদের সাথে পর্দায় ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন অভিনেত্রী। বেশ কিছুসময় আগেই মিডিয়ার পাতায় নিজের ভাইরাল হওয়া এমএমএস ভিডিওর সূত্র ধরেই মুখ খুলেছিলেন অভিনেত্রী। এমএমএসের বিষয়টিকে ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন যদি এ কাজ কোন ইউটিউবারের হতো তাহলে, তিনি বুঝতেন যে সে অর্থ উপার্জনের জন্য তার ভিডিও ভাইরাল করেছিল। তবে এক্ষেত্রে তেমনটা নয়, কেউ ইচ্ছাকৃতভাবেই তার ক্ষতি করার চেষ্টায় রয়েছে। সে চায় তিনি যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তবে তিনি সাহস হারাবেন না বলেই জানিয়েছিলেন। পাশাপাশি জানিয়েছিলেন, আইনি পদক্ষেপ নেওয়ার কথাও।