ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্তমান সময় ভেজাল যুক্ত খাবারের পরিমাণ এতটাই বেশি যে সেগুলি শরীরের বিশেষ করে ত্বকের বিভিন্ন রকম ক্ষতিসাধন করে থাকে। এই ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে কমবেশি সকলেই চিন্তিত। চর্মরোগ বিশেষজ্ঞরা ত্বক ভালো রাখার জন্য বিটা ক্যারোটিন এর পরিমাণ বেশি আছে এমন খাদ্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সে ক্ষেত্রে গাজর বা অন্যান্য সবুজ শাকসবজি খাওয়া ত্বকের জন্য বিশেষ উপকারী। প্রতিদিনের খাদ্যাভাসে তাই বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি আছে এমন খাদ্য রাখলে সেগুলি ত্বকের পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।
এছাড়া ত্বক ভালো রাখার জন্য চর্মরোগ বিশেষজ্ঞরা কিছু কিছু খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন। এক্ষেত্রে ফাস্টফুড অর্থাৎ ভাজাপোড়া জাতীয় খাবার সবার আগে পরিত্যাগ করতে হবে। এছাড়াও চকলেট, সফট ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি ধরনের খাদ্যগুলো ত্বকের জন্য ক্ষতিকারক। তাই ত্বক ভালো রাখতে এ সকল খাবার এড়িয়ে যাওয়াই স্বাস্থ্যকর।