Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সেনাবাহিনীর বীরত্বের কাহিনী নিয়েই টিভির পর্দায় আসছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক

Updated :  Tuesday, December 10, 2019 7:30 AM

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেনাবাহিনীর প্রতি ভালোবাসার কথা সকলেই জানে। এবার সেই সেনাবাহিনীর বীরত্বের কাহিনী নিয়েই টিভির পর্দায় আসছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। জানা যাচ্ছে আসন্ন এই সিরিজ ধোনি শুধুমাত্র প্রযোজনাই করবেন না, তিনি এই সিরিজের সঞ্চালক হিসেবেও কাজ করবেন।

সেনাবাহিনীর সাথে মহেন্দ্র সিং ধোনির আত্মিক যোগাযোগ অনেক দিনেরই। জাতীয় দল থেকে ছুটি পেলেই তিনি সেনাবাহিনীর সাথে সময় কাটাতে চলে যান। বিশ্বকাপের পর কাশ্মীরে সেনাবাহিনীর সাথে দুই সপ্তাহ কাটিয়েছিলেনও। এমনকি তিনি টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলও।

এবার সেনাবাহিনীরই বিভিন্ন কাহিনী নিয়ে পর্দায় আসতে চলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। জানা যাচ্ছে ২০২০ সালের জুন মাসে এই সিরিজ পর্দায় দেখা যাবে। এর আগে ধোনিকে নিয়ে বায়োপিক হয়েছিল, যদিও সেখানে তিনি অভিনয় করেননি। কিন্তু এবার হয়তো তাকে সঞ্চালকের ভূমিকাতেই দেখা যেতে পারে। জানা যাচ্ছে এই টিভি সিরিজ সেনাবাহিনীর অফিসার নিয়ে তৈরি হবে।

এদিকে ধোনির মাঠে ফেরা নিয়ে একের পর এক জল্পনা হয়েই চলেছে। ধোনি স্বয়ং জানিয়েছেন, ২০২০ এর জানুয়ারির আগে যেন তাকে এই বিষয়ে প্রশ্ন না করা হয়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কিনা সে বিষয়েও যথেষ্টই সন্দেহ আছে।