Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কাভালা’, গানে দুর্দান্ত নেচে নজর কাড়লেন তিন যুবতী, দেখুন নাচের ভিডিও

Updated :  Tuesday, August 1, 2023 11:21 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি তিন যুবতী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ঝলকই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by Sneha Sree (@_snehasree_)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি স্নেহাশ্রী নামের এক যুবতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই শেয়ার করে নিয়েছিলেন। ঝলকে তিন যুবতীকে আসন্ন দক্ষিণী ছবি ‘জেলার’এর ট্রেন্ডিং গানের তালেই তাল মেলাতে দেখা গিয়েছিল। সিগনেচার স্টেপ করতেও দেখা গিয়েছিল তাদের। এদিন নিজেদের স্টুডিওতেই ‘কাভালা’র সাথে রিল বানিয়েছিলেন তারা। তিনজনেই শাড়ি লুকে ছিলেন এই ভিডিওটি বানানোর সময়। তাদের এই ঝলক নেটনাগরিকদের একাংশের নজর কেড়েছে। তাদের প্রশংসায় ভরিয়েও দিয়েছেন অনেকে। উল্লেখ্য ‘জেলার’ ছবির হাত ধরেই আবারো বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। ছবিতে দেখা মিলবে ঐশ্বর্য রাই বচ্চনেরও। এই মুহূর্তে আসন্ন এই ছবির অপেক্ষাতেই দর্শকমহলের একাংশ।