আমরা আপনাদের বলি, ২০২০ সালে করোনা মহামারির কারণে যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়েছিল, ঠিক তখন থেকে পথ চলা শুরু হয় এই সমস্ত ওয়েব সিরিজ গুলির। যদিও প্রথমে থ্রিলার, হাসি এবং রোমাঞ্চকর ওয়েব সিরিজের পাশাপাশি সাহসী ওয়েব সিরিজ রিলিজ করা হয়েছিল এই সমস্ত ডিজিটাল মার্কেটে। আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল প্লাটফর্মে যে জিনিসটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করছে সেটি হল সাহসী ওয়েব সিরিজ।
আপনারা জানলে অবাক হবেন, ডিজিটাল প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত এমন একাধিক সাহসী ওয়েব সিরিজ রয়েছে, যেগুলি বলিউডের হাই প্রজেক্টের সিনেমার চেয়েও অধিক উপার্জন করেছে। তবে সমস্ত ওয়েব সিরিজ গুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে যায় ডিজিটাল প্লাটফর্মে মুক্তি প্রাপ্ত সাহসী ওয়েব সিরিজ গুলি। আর এই সমস্ত ওয়েব সিরিজে সাহসী দৃশ্যে অভিনয় করে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন একাধিক যুবতী। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, এমন ৫ জন অভিনেত্রী সম্পর্কে, যারা সাহসিকতার চরমসীমা পার করছেন একাধিকবার-
১. ফ্লোরা সাইনি: ‘Gandi Baat’ ওয়েব সিরিজে অভিনয় করে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এই হট অভিনেত্রী। তাকে দেখে ঘাম ঝরেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

২. সায়নী গুপ্তা: হট অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী সায়নী গুপ্তা। ‘Four More Shots Please’ সিরিজে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।

৩. আনভাসি জৈন: বোল্ড দৃশ্যে অভিনয় করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ‘Gandi Baat’ ওয়েব সিরিজে তার সাহসী পারফরমেন্স ঘাম ঝরিয়ে দিয়েছে নেটিজেনদের।

৪. অদিতি: ‘She’ ও ‘Ashram’-এর মত সাহসী ওয়েব সিরিজে অভিনয় করে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। যার কার্ভি ফিগার এবং চরম হটনেস মুগ্ধ করেছে নেটিজেনদের।















Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”