ভাইরাল & ভিডিওবিনোদন

Web Series: লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে ফেললেন এই গৃহবধূ, আজকেই উল্লুতে দেখুন এই ওয়েব সিরিজ

এই ওয়েব সিরিজের গল্প ও টুইস্ট আপনাকে চমকে দেবে

Advertisement

ভারতীয় ওয়েব সিরিজের দুনিয়ায় নতুন করে তোলপাড় ফেলেছে উল্লুর নতুন মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘মালাই ২’। সিরিজটির ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এর আলোচনা গরম। তবে এই ওয়েব সিরিজের বিষয়টা একেবারেই ভিন্ন। অন্য রকম ওয়েব সিরিজের বদলে এই ওয়েব সিরিজে আপনারা দেখতে পাবেন একের পর এক বোল্ড ও হট দৃশ্য যা এই ওয়েব সিরিজকে একেবারে অন্য মাত্রা দিয়েছে।

গল্পটা কিরকম?

‘মালাই ২’ সিরিজটির গল্প ঘোরে এক গৃহবধূর চারপাশে, যেখানে স্বামীর অনুপস্থিতিতে তিনি একাধিক পুরুষের সাথে জড়িয়ে পড়েন। সিরিজটিতে অঙ্কিতা সিংয়ের অভিনয় এবং সাহসী দৃশ্যগুলি দর্শকদের মন কাড়লেও, একইসাথে সামাজিক নৈতিকতার প্রশ্নও তুলে ধরেছে। সঙ্গেই জানিয়ে রাখি, এই ওয়েব সিরিজটি কিন্তু ১৮ প্লাস, ফলে সবাই এই সিরিজ দেখতে পারবেন না।

ভাইরাল হয়েছে এই ওয়েব সিরিজের ট্রেলার

সিরিজটির গল্প এবং দৃশ্যগুলি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক চলছে। একদল দর্শক সিরিজটিকে বিনোদনের নামে নৈতিকতার অবমাননা বলে অভিহিত করেছেন। অন্যদিকে, অনেকেই এই ধরনের সিরিজকে স্বাধীনতা এবং নির্বাচনের অধিকারের প্রতীক হিসেবে দেখছেন। উল্লুর মতো প্ল্যাটফর্মগুলো অ্যাডাল্ট কনটেন্টের জন্যই বেশি পরিচিত। তবে ‘মালাই ২’ সিরিজের মতো সিরিজগুলি কতটা সামাজিকভাবে গ্রহণযোগ্য, সেই প্রশ্নটি এখনও খোলা।

Related Articles

Back to top button