বলিউড ছাড়া এই মুহূর্তে মানুষের বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্মে রিলিজ হওয়া ওয়েব সিরিজ গুলি। করোনা মহামারির কারণে যখন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি অচল হয়ে পড়েছিল, ঠিক সেই সময় থেকে শুরু হয়েছিল ওয়েব সিরিজের পথ চলা। তবে সময়ের পরিবর্তনে একটুও কমেনি ওয়েব সিরিজের চাহিদা। বরং দিনের পর দিন বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে এর চাহিদা বেড়েই চলেছে। স্বল্প সময়ের মধ্যে ভরপুর বিনোদন উপলব্ধ থাকায় বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্রেমীরা আজকের দিনে এই সমস্ত প্লাটফর্মে সাহসী ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছেন।
আমরা আপনাদের বলি, ডিজিটাল প্লাটফর্মে থ্রিলার, রোমান্স, হাস্যকর ওয়েব সিরিজ করা হলেও নেটিজেনরা সবচেয়ে বেশি পছন্দ করছেন যৌ*তায় পরিপূর্ণ ওয়েব সিরিজ গুলি। ফলে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে উল্লু, প্রাইম শর্ট, এমএক্স প্লেয়ার সহ একাধিক অ্যাপ্লিকেশনে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে একের পর এক সাহসী ওয়েব সিরিজ।
কিছুদিন আগেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম উল্লুতে ওয়েব সিরিজ পত্র পেটিকার সিজন ১ রিলিজ করেছে। যার ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকে আগ্রহের সাথে অপেক্ষা করেছিলেন নেটিজেনরা। কারণ, এই ওয়েব সিরিজের ট্রেলারের প্রতিটি ফ্রেমে ছিল উষ্ণতার ছোঁয়া। মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত পত্র পেটিকার সিজন-১ ইতিমধ্যে নেটিজেনদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই ওয়েব সিরিজে অভিনেত্রী প্রযুক্তা দুসান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর সৌন্দর্যে এবং উষ্ণতম অভিনয়ের ফলে মুহূর্তের মধ্যে ওয়েব সিরিজটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে।
আমরা আপনাদের বলে রাখি, হিন্দি টিভি সিরিয়াল এবং ওয়েব সিরিজের জগতে বেশ উজ্জ্বল তারকা হলেন প্রযুক্তা দুসান। এর আগেও তাঁর অভিনীত বেশ কয়েকটি ওয়েব সিরিজ উল্লু এবং অন্যান্য জায়গায় রিলিজ করা হয়েছে। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজটি বিশেষভাবে দাগ কেটেছে মানুষের মনে। এই ওয়েব সিরিজে দেখা গেছে, স্বামী বাইরে থাকার কারণে গ্রামের পোস্টমাস্টারের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। এরপর প্রতিটি মুহূর্তে চলতে থাকে ঘাম ঝরানো কার্যক্রম। এক্ষুনি উপভোগ করুন সাহসী এই ওয়েব সিরিজ-














Leonardo DiCaprio Shocks Fans by Naming The Dark Knight His Top Nolan Film