Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

(Snake Video) সাপ ভর্তি ব্যাগ নিয়ে রীতিমতো মঞ্চে উঠে নাচ করলেন এক ব্যক্তি, দেখুন

Updated :  Friday, August 18, 2023 10:26 AM

সাপ হচ্ছে গিয়ে একটা এমন প্রাণী যাকে দেখে বেশিরভাগ মানুষই রীতিমতো কাঁপতে শুরু করেন। সবাই একটাই আশা করেন যেন কোনদিন সাপের মুখোমুখি না হতে হয় জীবনে। জলঢোরা জাতীয় সাপের মুখোমুখি সবাই হয়েছেন কিন্তু বিষধর সাপের মুখোমুখি হতে কেউ চান না। তবে কিছু মানুষ এমনও আছেন যারা কোন ধরনের সাপকে ভয় পান না বরং সাপ নিয়ে তারা রীতিমতো খেলা করেন। এমনই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, সাপ ভর্তি একটি ব্যাগ নিয়ে মঞ্চের উপরে নাচতে উঠে যান। মঞ্চে তার এই অ্যাকশন দেখে দর্শকদের মধ্যে একেবারে হইচই পড়ে গিয়েছে এবং এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন ব্যক্তিকে নাচতে দেখা যাচ্ছে এবং তার গলায় রয়েছে একটা সাপ। তিনি এমনভাবেই সেই সাপ নিয়ে নাচ করছিলেন সবাই একেবারে তাকে দেখে ভয় পেয়ে যান। লোকটি মঞ্চে রাখা ব্যাগের কাছ থেকে সেখান থেকে তার সাপ বের করতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই সাপের মালা বানিয়ে গলায় পরে নাচ করতে শুরু করেন তিনি। আবার কিছুক্ষণ পরে সেই সমস্ত সাপ নিজের ব্যাগের মধ্যে রাখতে যান তিনি। এই ভিডিও তে তিনি যে ধরনের দৃশ্য দেখিয়েছেন তা সাধারণত কোথাও দেখা যায় না।

এই সাপের ভিডিওটি এই মুহূর্তে instagram-এ শেয়ার করা হয়েছে _ajmal_369_নামের হ্যান্ডেল থেকে। এই ভিডিওটি দেখে অনেক সময় মনে হবে ওই ব্যক্তির হাত ছেড়ে যেন সাপটি নিচে পড়ে যাবে। কিন্তু নাচের অনুষ্ঠানে এরকম দৃশ্য যে দেখতে হবে সেটা কেউ কল্পনাও করতে পারেননি। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং এখনো পর্যন্ত হাজারের বেশি লাইক পেয়েছে এই ভিডিওটি।