Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

TRP List: বন্ধ হবার খবর, তার মধ্যে জি বাংলার এই ধারাবাহিক হলো বেঙ্গল টপার, কত নম্বরে ফুলকি, গীতা, কথারা?

Updated :  Tuesday, November 5, 2024 8:51 AM

এই সপ্তাহে দিওয়ালির কারণে বৃহস্পতিবার টিআরপি তালিকা না এলেও, এই টিআরপি তালিকায় এসে গিয়েছে সোমবার ৪ নভেম্বর। আর এই নতুন টিআরপি তালিকা দেখে একটা বিষয়ে স্পষ্ট হল, যে মেগা স্লট নিয়ে টানাটানি, সেটাই কিন্তু এবারে হলো বেঙ্গল টপার। নিম ফুলের মধু ধারাবাহিকটি এই সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিকের স্থান লাভ করেছে। দিন পাঁচেক আগে জি বাংলা পরিনিতার স্লট ঘোষণা করেছে। এখানে দেখা যাচ্ছে রাত্রিবেলা আটটার সময় আসছে এই মেগা সিরিয়াল। অর্থাৎ জায়গা হারাচ্ছে নিম ফুলের মধু। কারণ হিসেবে শোনা যাচ্ছে, জি বাংলার হোম প্রডাকশনে তৈরি এই ধারাবাহিক নাকি চালিয়ে নেওয়া যাচ্ছে না গল্পের অভাবে।

কিন্তু যদি গল্পের অভাব থাকেই, তাহলে এতটা ভালো রেজাল্ট করা কি করে সম্ভব। টিআরপি তালিকা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দেখা গেল, এই সপ্তাহ ৭.৭ টিআরপি রেটিং নিয়ে টপ করেছে নিম ফুলের মধু। এখন দেখা যাক, টিআরপি তালিকার ফলাফল সামনে আসার পরে, কি বদল আসে নিম ফুলের মধুর ভাগ্যে। তবে, শুধুমাত্র নিম ফুলের মধু নয়, পরিণীতা ধারাবাহিকটিকে নিয়ে এর আগে অন্য ধারাবাহিকের সাথে স্লট নিয়ে টানাটানি হয়েছে। এর আগে, জগদ্ধাত্রী ধারাবাহিকের সময়ের স্লট অর্থাৎ সন্ধ্যেবেলা ৭ টার সময় পরিনীতাকে এন্ট্রি দেওয়া হচ্ছিল। তবে এই সপ্তাহে জগদ্ধাত্রী ধারাবাহিকটি ৬.৯ রেটিং নিয়ে টিআরপি তালিকার তিন নম্বর স্থানে রয়েছে। এটা এই মুহূর্তে জি বাংলার সব থেকে পুরনো ধারাবাহিক।

বিস্তারিত টিআরপি তালিকা

৭.৭ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে ফুলকি এবং নিম ফুলের মধু। দ্বিতীয় স্থানে ৭.১ রেটিং নিয়ে রয়েছে গীতা এলএলবি এবং কথা। তৃতীয় স্থানে ৬.৯ রেটিং নিয়ে রয়েছে জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে। চতুর্থ স্থানে ৬.১ রেটিং নিয়ে রয়েছে শুভ বিবাহ। ৫.৯ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে যৌথভাবে উড়ান এবং রোশনাই। ৫.৭ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আনন্দী, তেতুল পাতা, অনুরাগের ছোঁয়া+হরগৌরী পাইস হোটেল। ৫.৬ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং রাঙ্গামতি তীরন্দাজ। ৪.৫ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে পূবের ময়না এবং মিঠিঝোরা। ৪.০ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে দুই শালিক। ৩.২ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে মালাবদল।