Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভিষেক বচ্চন যখন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করছিলেন, অন্যদিকে ক্ষিপ্ত হয়েছিলেন বাবা অমিতাভ বচ্চন, এই হল কারণ

Updated :  Sunday, October 23, 2022 7:12 PM

অভিষেক বচ্চন হলেন বলিউডের একজন এমন তারকা জাকে সকলেই বেশ পছন্দ করেন তার অভিনয় দক্ষতা এবং তার স্টাইলিশ লুকের জন্য। অমিতাভ বচ্চনের পুত্র হলেও, বলিউড দুনিয়ায় নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিতে পেরেছেন অভিষেক বচ্চন। পজিটিভ রোল হোক অথবা নেগেটিভ রোল, যেকোনো ভূমিকাতেই অভিষেক বচ্চন দুর্দান্ত। যে রকম ভাবে আমরা ধুম সিরিজে অভিষেককে পজিটিভ রোলে দেখেছি, তেমনভাবেই লুডো ছবিতে আমরা নেগেটিভ ভূমিকায় পেয়েছি অভিষেক বচ্চনকে। এছাড়াও বিগ বুল কিংবা দসবির মত ছবিতেও তিনি অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন।

তবে এই মুহূর্তে অভিষেক বচ্চন সোশ্যাল মিডিয়াতে চর্চার মধ্যে রয়েছেন যার কারণ তার অভিনয় কিংবা তার ছবি নয় বরং তার ব্যক্তিগত জীবন। জানা যাচ্ছে, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই যখন একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন সেই সময় যখন বারাত নিয়ে যাবার কাজ চলছিল, সেই সময় অভিষেক বচ্চনের পিতা অমিতাভ বচ্চন রাগে একেবারে লাল হয়ে উঠেছিলেন। বলা যেতে পারে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায়ের বিয়ে নিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু কেন নিজের পুত্রের বিবাহের সময় এতটা রেগে গিয়েছিলেন বিগ বি? চলুন আজকের আর্টিকেলে সেটাই জেনে নেওয়া যাক।

অভিষেক বচ্চন যখন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করছিলেন, অন্যদিকে ক্ষিপ্ত হয়েছিলেন বাবা অমিতাভ বচ্চন, এই হল কারণ

আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিয়ের সময় অমিতাভ বচ্চন কিন্তু ঐশ্বর্যের উপরে ক্রুদ্ধ ছিলেন না, বরং সেখানে কর্মরত একজন ব্যক্তির উপরে ছিলেন ক্রুদ্ধ। আসলে ব্যাপারটা হয়েছিল কি, যখন অমিতাভ বচ্চন গাড়ি চালিয়ে ঐশ্বর্য রায়কে নিজের বাড়িতে গৃহ প্রবেশ করানোর জন্য নিয়ে আসতে গিয়েছিলেন তখন একজন মিডিয়া পারসন তার গাড়ির বনেট এর উপরে উঠে গিয়ে ছবি তোলার চেষ্টা করেছিলেন। এই ব্যক্তির এরকম কাজ একেবারেই পছন্দ করেন নি অমিতাভ বচ্চন এবং সেই মুহূর্তে ওই ব্যক্তির উপরে অত্যন্ত রেগে গিয়েছিলেন এবং তৎক্ষণাৎ সিকিউরিটিকে ডেকে তার বাড়ির সামনে আসা সমস্ত মিডিয়া কর্মীদের দূরে সরিয়ে দিয়েছিলেন।