Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ানক হবে’, সতর্কবার্তা WHO-র

Updated :  Tuesday, April 21, 2020 12:04 PM

করোনার করাল গ্রাসে নাজেহাল গোটা বিশ্ব। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথে রয়েছে মৃত্যুমিছিল। ইউরোপ ও আমেরিকাতে মৃত্যুমিছিলের ধারা অব্যাহত। সারা বিশ্বের অর্থনীতি এই করোনার প্রভাবে প্রায় তলানিতে এসে ঠেকছে। কিন্তু করোনার দাপট এখন ও কমবে না। আরও ভয়ানক পরিস্থিতি দেখাবে করোনা। এমনটাই দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রজ আধানাম।

টেড্রজ আধানাম জানিয়েছেন যে ভয়ানক পরিস্থিতি এখনও বাকি আছে। একসাথে মিলে এর বিরুদ্ধে লড়তে হবে। এই ভাইরাসের সম্পর্কে এখনও অনেকে বুঝতেই পারেননি বলে মনে করছেন তিনি। এছাড়া এই করোনার ভয়াবহতার কথা বোঝাতে তিনি স্প্যানিশ ফ্লুয়ের উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ১৯১৮ সালে এই ফ্লুয়ে প্রায় ১০ কোটি মানুষ মারা গেছিলেন। তবে মানুষ এখন অনেক উন্নত। কিন্তু তাও করোনাকে কবলে আনতে পারেনি মানুষ। ফলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে। ‘

এই বক্তৃতায় টেড্রজ আমেরিকার প্রসঙ্গে বলেন যে প্রথম দিন থেকেই আমেরিকার কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো কিছু লোকায়নি। সব তথ্য সবাইকে জানানো হয়েছে। সবাইকে একজোট হয়ে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে বলে তিনি জানান। তবে এই পরিস্থিতি কেন এতো ভয়াবহ হবে সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। যেখানে স্বাস্থ্য পরিষেবা উন্নত নয় সেখানে ভবিষত্যে ভাইরাস আরও ছড়াবে বলে তিনি মনে করছেন।