Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নয়া স্টার কিড, বলিউডে পা রাখতে চলেছেন আমির খানের ছেলে জুনেইদ খান

Updated :  Wednesday, December 16, 2020 1:27 PM

নেপোটিজম বিতর্কের মাঝেই বলিউডে ডেবিউ করতে চলেছেন নতুন স্টারকিড জুনেইদ খান। আমির খানের পুত্র জুনেইদ খান এই বিষয়ে মিডিয়ায় কিছু না বললেও যশরাজ ফিল্মস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে জুনেইদ খানের অভিনয় কেরিয়ার।

যশরাজ ফিল্মসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে তাদের নতুন ফিল্ম ‘মহারাজা’। ব্রিটিশ শাসিত ভারতে 1862 সালে মহারাজ লিবেল কেস-এর উপর ভিত্তি করে তৈরী এই ফিল্মটি পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। এর আগে সিদ্ধার্থ পি মালহোত্রা রানী মুখার্জি অভিনীত ফিল্ম ‘হিচকি’ পরিচালনা করেছিলেন। ‘মহারাজা’ ফিল্মে জুনেইদকে দেখা যাবে এক সমাজকর্মী ও সাংবাদিকের চরিত্রে। জুনেইদের চরিত্রটি তৈরী করা হয়েছে উনিশ শতকের গুজরাতি সাংবাদিক কারসানদাস মুলজির আদলে। কারসানদাস মুলজি দুর্নীতিগ্রস্ত ধর্মগুরু যদুনাথজি বৃজরতনজি মহারাজের সমস্ত কারসাজি জনসমক্ষে নিয়ে এসেছিলেন। ‘মহারাজা’ য় যদুনাথজি বৃজরতনজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। এর আগে ওটিটি প্ল‍্যাটফর্ম অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন জয়দীপ। তবে জুনেইদের বিপরীতে সম্ভাব্য নায়িকা হিসাবে দুটি নাম শোনা যাচ্ছে, যথা- সর্বতী ওয়াঘা এবং শালিনী পান্ডে। শালিনী পান্ডে জনপ্রিয় তেলেগু ফিল্ম অর্জুন রেড্ডির নায়িকা ছিলেন। তবে সর্বতী ওয়াঘার দিকেই পাল্লা ভারী রয়েছে বলে শোনা যাচ্ছে। মলদ্বীপে এই মুহূর্তে ‘মহারাজা’র সেট তৈরীর কাজ চলছে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে ‘মহারাজা’র শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের পুত্র জুনেইদ। আমির ও রীনার মেয়ে ইরা এই মুহূর্তে ট্যাটু আর্টিস্ট হিসাবে কাজ শুরু করেছেন। তিনি অভিনয় করতে আগ্রহী নন। তবে জুনেইদ বরাবর ক্যামেরার সামনে কাজ করতে আগ্রহী ছিলেন। কিন্তু ‘মহারাজা’ ফিল্মে ডেবিউ করার ব্যাপারে আমির, রীনা বা জুনেইদ কেউই এখনও মিডিয়ায় কিছু জানাননি।