ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি জিও এবারে ভারতের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা দুর্দান্ত অফার। ৪০১ টাকায় আপনারা এবার জিও থেকে পেয়ে যাবেন ১০০০ জিবি ইন্টারনেট। আপনারা সকলেই জানেন জিও নানা সময় আপনাদের জন্য নিয়ে আসে বেশ কিছু নতুন নতুন সারপ্রাইজ। আর এবারে ৪৪ কোটি ব্যবহারকারীর জন্য জিও নিয়ে এসেছে এই দুর্দান্ত অফার। আপনাদের জানিয়ে রাখি কিছুদিন আগেই জিও ব্যবহারকারীদের জন্য তাদের জিও এয়ার ফাইবার ইন্টারনেট সার্ভিস শুরু করেছিল। জিও ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবহারকারীরা বিনা বাধায় এক জিবিপিএস পর্যন্ত হাই স্পিড ইন্টারনেট সার্ভিস পেতে পারছেন।
রিলায়েন্স জিও এবারে জিও এয়ার ফাইবারের জন্য বেশ কিছু নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে। অপ্রতি তারা ৪০১ টাকার একটা নতুন প্ল্যান চালু করেছে যেখানে আপনারা পেয়ে যাবেন কিছু দুর্দান্ত অফার। আপনাদের জানিয়ে রাখি জিওর এই প্ল্যান হলো একটি ডেটা ভাউচার এবং এটা তখন পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোন একটা বেসিক প্ল্যান থাকবে। এই ডেটা ভাউচারে ৪০১ টাকা দিলে আপনি ১০০০ জিবি অর্থাৎ এক টেরাবাইট ইন্টারনেট পেয়ে যাচ্ছেন।
এই ডেটা বুস্টার তাদের জন্য কার্যকরী হবে যারা প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন। তাদের ইন্টারনেটের বেশি প্রয়োজন হয় তারা এই ডেটা প্যাক ব্যবহার করতে পারেন। তবে এই প্ল্যান এর মাধ্যমে কিন্তু আপনি কোন কানেকশন নিতে পারবেন না। কোন কানেকশন গ্রহণ করতে হলে কিন্তু আপনাকে কোন একটা বেসিক প্ল্যান গ্রহণ করতে হবেই।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference