আলিপুর আদালতে রাজীব কুমার মামলার শুনানি শেষ। আর কিছুক্ষন পরেই রায় দিতে চলেছেন বিচারপতি। আজ সিবিআই এর আইনজীবী বিচারপতি কে বলেন, রাজীব কুমার পলাতক, তিনি আইন ভঙ্গ করছেন। তদন্তে সাহায্য করছেন না রাজীব। দেশের আইনের অমর্যাদা করছেন তিনি। অন্যদিকে রাজিবের আইনজীবী পাল্টা সাওয়াল করেন সিবিআই এর কি তদন্তের কোনো ইচ্ছা আছে? নাকি রাজনৈতিক চাপে পুরোটাই করছেন। এখন রায়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য।
ব্রেকিং: আজই রাজীব মামলার রায় দেবেন আলিপুর আদালত! CBI এর কী প্রশ্নের মুখে বিচারক! জেনে নিন
আলিপুর আদালতে রাজীব কুমার মামলার শুনানি শেষ। আর কিছুক্ষন পরেই রায় দিতে চলেছেন বিচারপতি। আজ সিবিআই এর আইনজীবী বিচারপতি কে বলেন, রাজীব কুমার পলাতক, তিনি আইন ভঙ্গ করছেন। তদন্তে সাহায্য…
