Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

7th Pay Commission: ফের সুখবর সরকারি কর্মচারীদের, ডিএ এর পাশাপাশি বাড়ছে HRA ভাতাও

Updated :  Wednesday, November 2, 2022 10:33 AM

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর মাসের শুরুতেই। মোদি সরকার পরপর কয়েকবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করেছে। সেই নিয়ে কেন্দ্রীয় কর্মীরা যে যথেষ্ট খুশি তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে ডিএ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার আরও একটি ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার। কি সেই ভাতা এবং কতটা বৃদ্ধি পেল জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সূত্রের খবর জানা গিয়েছে যে শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গৃহ ভাড়া ভাতা বা HRA বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। আপাতত এই বিষয় নিয়ে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রকের আলোচনা চলছে। আপনাদের জানিয়ে রাখি, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এটি ১ জুলাই ২০২২ থেকে কার্যকর করা হয়েছে। এরপর এর পরবর্তী সংশোধন হবে জানুয়ারি ২০২৩ এ। মুদ্রাস্ফীতির কারণে আগামী দিনে আবারো মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তখন জানুয়ারিতে মহার্ঘ ভাতা হতে পারে ৪২ শতাংশ।

জানা গিয়েছে, X ক্যাটাগরির এলাকার বাসিন্দাদের হাউজ রেন্ট অ্যালাউন্স ৪-৫% বৃদ্ধি পাবে। বর্তমানে তারা ২৭% HRA পাচ্ছেন। অন্যদিকে Y ক্যাটাগরির শহরের সরকারি কর্মচারীদের ২% ভাতা বৃদ্ধি পেতে পারে। তারা বর্তমানে ১৮-২০% HRA পাচ্ছেন। এছাড়া Z ক্যাটাগরি এলাকার সরকারি কর্মচারীদের ১% ভাতা বৃদ্ধি পেতে পারে। সারা বর্তমানে ১-১০% হারে ভাতা পান। ডিএ ও বর্ধিত HRA এর জোরে আগামী মাসে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন যে অনেকটাই বৃদ্ধি পাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।