Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

The Bihar Chapter-এর মিতা দেবী বাস্তব জীবনে খুব সাহসী, বিকিনি লুকে এমন ছবি দিয়েছে, দেখুন

Updated :  Thursday, December 1, 2022 10:36 AM

ঐশ্বর্য সুস্মিতা এই মুহূর্তে বলিউডের অন্যতম উঠতি অভিনেত্রী। ২০২১ সালে ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। তবে মডেলিং দিয়েই শুরু করেছিলেন অভিনেত্রী। মডেলিং দুনিয়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করে নেওয়ার পরেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। শুরু থেকেই তার অভিনয় নজর কেড়েছে সকলে। এই মুহূর্তে নেটফ্লিক্স’এর ওয়েব সিরিজ ‘খাঁকি: দ্যা বিহার চ্যাপ্টার’এ অভিনয়ের সূত্র ধরেই চর্চিত তিনি। পুরো সিরিজে ঘোমটা না সরিয়েই তার অভিনয় প্রশংসার যোগ্য। বলাই বাহুল্য, খুব অল্পসময়ের মধ্যেই অভিনেত্রী হিসেবে দর্শকমহলে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন ঐশ্বর্য সুস্মিতা।

২০২১ সালে হটস্টার’এর অন্যতম জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস ১.৫’এ অভিনেত্রীর অভিনয় ভীষণভাবে নজর কেড়েছিল দর্শকমহলের। এই সিরিজ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। শুরুতেই অভিনেত্রী হিসেবে দর্শকদের মনে একটা ছাপ ফেলে দিয়েছিলেন ঐশ্বর্য সুস্মিতা। আর তারপর থেকেই ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন অভিনেত্রী। এই মুহূর্তে তিনি নিঃসন্দেহে বলিউডের অন্যতম অভিনেত্রী।

উল্লেখ্য, ঐশ্বর্য সুস্মিতা মডেলিং দুনিয়ার অন্যতম একটি পরিচিত নাম। মিস ইন্ডিয়ার খেতাব উঠেছে তার মাথায়। ‘কিংফিশার সুপার মডেল’ ও ‘কিংফিশার সুপার মডেল ৩’এ অংশ নিয়েছিলেন তিনি। তবে ‘কিংফিশার সুপার মডেল ৩’এর সেরা খেতাব পেয়েছিলেন তিনি। ২০১৬’তে কিংফিশার শুটেও অংশ নিতে দেখা গিয়েছিল ঐশ্বর্য সুস্মিতাকে।

তবে একটা কথা বলাই যায়, শুধুমাত্র পর্দার সামনে নয় বাস্তবেও ভীষণরকম লাস্যময়ী অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন তিনি। যেকোনো ধরনের গেটআপেই সাবলীল অভিনেত্রী। অনক্রিন লুক হোক কিংবা অফস্ক্রিন দুভাবেই পারদ চড়ান তিনি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। নিজের কাজের একাধিক ঝলক নিজেই ভাগ করে নেন অনুরাগীদের সাথে। অভিনেত্রী হিসেবে দর্শকমহলের পাশাপাশি তারকামহলেও একটা আলাদা জায়গা তৈরি হয়েছে তার।