শনিবার মহালয়া অথচ পুজোর দুদিন আগে বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে বাংলার প্রতিটি মানুষের। সকলেই ভাবছেন হয়তো বৃষ্টির ফলে মাটি হয়ে যেতে চলেছে এবারের পুজো। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিতে ভেসেছে মহানগরী সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিন্তু আজও তার ব্যাতিক্রম হয়নি।
সকালে কালোমেঘ সরিয়ে সূর্যের দেখা পাওয়া গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা পাওয়া গেলো হাওয়া অফিসের তরফ থেকে।
গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ৩০.৫ মিলিমিটার। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানালো হওয়া অফিস। এই বৃষ্টির ফলে গত কয়েকদিন এর অস্বস্তির মাত্রাও কমবে।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film