জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

চমকে দিল গোটা বিশ্বকে! এবার গাঁজার পাতাতে সারবে এই মারন রোগ!

Advertisement

গাঁজা নামটা শুনলেই আমরা মাদক বলেছি এটিকে এড়িয়ে চলি, কিন্তু সম্প্রতি এক গবেষণা চমকে দিলো গোটা বিশ্বকে। গাঁজা প্রতিরোধ করবে ক্যান্সার। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের ক্যালিফোর্নিয়া মেডিক্যাল সেন্টারে ড. ডেসপ্রেজ ও ড. ম্যাক অ্যালিস্টারের নেতৃত্বে চলে দীর্ঘ পাঁচ বছর গবেষণার পর তারা জানায়, গাঁজা গাছের নির্যাসে ক্ষতিকর কোনো উপাদান নেই।

বরং গাঁজা গাছের নির্যাসে ক্যানাবিডিউল নামের এক ধরনের উপাদান রয়েছে। ক্যানসারের বিস্তারে যেসব জিন দায়ী তাদের নিষ্ক্রিয় করে দেয় এটি। এই উপাদান সাইকোঅ্যাকটিভ নয়। ফলে এর ব্যবহারে মারাত্মক সব ক্যান্সারের উপশম হয়। স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীরে ক্যানাবিডিউল প্রবেশের ফলে ক্যানসারে আক্রান্ত কোষগুলো ধীরে ধীরে স্বাভাবিক ও সজীব হয়ে।

Related Articles

Back to top button