Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian railways door to door rail post: ট্রেনে পার্সেল পাঠাতে আর যেতে হবে না রেলস্টেশনে, ঘরে বসেই পাওয়া যাবে পিকআপ এবং ডেলিভারির সুবিধা, জেনে নিন কিভাবে

Updated :  Monday, January 16, 2023 3:32 PM

উত্তর মধ্য রেলওয়ের প্রয়াগ রাজ রেলওয়ে বিভাগে সম্প্রতি শুরু হয়েছে ডোর টু ডোর রেল পোস্ট গতি শক্তি এক্সপ্রেস পরিষেবা। আপনাদের জানিয়ে রাখি রেল পোস্ট গতিশক্তি এক্সপ্রেস পরিষেবাটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি উচ্চ ভিলাসী প্রকল্প। বাড়ি থেকে জিনিস পিক আপ করে গ্রাহকদের বুক করা পার্সেল ডেলিভারি দেওয়া হয় এই নির্দিষ্ট পরিষেবায়। এই পরিষেবার অধীনে গ্রাহকদের ট্রেনে তাদের লাগেজ পাঠাতে এবং গ্রহণ করতে আর রেল স্টেশনে যেতে হয় না। রেল পোস্ট গতি শক্তি এক্সপ্রেস পরিষেবার জন্য ভারতীয় রেল এবং ভারতীয় পোস্ট একসাথে কাজ করে থাকে। এই পরিষেবার মাধ্যমে ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের বাড়িতে গিয়ে পার্সেল সংগ্রহ করেন এবং তারপর প্রাপকের বাড়িতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেন।

করোনা মহামারীর সময় রেলওয়ে গ্রাহকদের আরো ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে এসেছে। পার্সেল এক্সপ্রেস এর মত বেশ কিছু ট্রেন প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য চালানো হয়েছিল। এখন এই সেবা কে আরো সুবিধাজনক করতে পার্সেল প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুবিধা শুরু করেছে রেলওয়ে। এই অন্তর্গত রেল পোস্ট গতিশক্তি পরিষেবা চালু করেছে ভারতীয় রেলওয়ে। এই প্রকল্পের বেশ কিছু সুবিধা রয়েছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক

১. ডোর টু ডোর সার্ভিস: এই প্রকল্পের অধীনে ভারতীয় ডাক বিভাগের কর্মীরা নিজেরাই গ্রাহকদের বাড়ি থেকে পার্সেল গ্রহণ করবেন এবং নির্দিষ্ট গন্তব্যে পার্সেল পৌঁছে দেবেন ভারতীয় রেলওয়ের মাধ্যমে।

২. নিরাপদে পরিবহন: এই প্রকল্পের অধীনে গ্রাহকের পার্সেল একটি বিশেষভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করা হবে এবং তারপর এই করা হবে পরিবহন। এর ফলে পরিবহনের সময় পার্সেল এর কোন ক্ষতি হবে না।

৩. সুপারফাস্ট পরিবহন : এই প্রকল্পের অধীনে টাইম টেবিল অনুযায়ী ট্রেনের মাধ্যমে পার্সেল পরিবহন করা হবে এবং সেই কারণে ভারতের কোনায় কোনায় সময়মত সুপারফাস্ট গতিতে পার্সেল পৌঁছে যাবে।

৪. সমস্ত সুবিধা এক জায়গায়: এই প্রকল্পে পার্সেল বুকিং থেকে শুরু করে ডেলিভারির জন্য গ্রাহককে শুধুমাত্র ডাক বিভাগের কর্মচারীর সাথে যোগাযোগ করতে হবে। এজন্য আপনারা এগ্রিগেশন সেন্টারে গিয়ে সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন।