Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

UIDAI Update: এবার এসএমএসের মাধ্যমেই করে ফেলুন এই বড় কাজ, সুরক্ষিত করুন আপনার আধার কার্ড

এবারে এসে গেল আধার কার্ড নিয়ে একটি নতুন আপডেট। এবারে আধার কার্ডের ব্যবহারকারীরা একটি এসএমএসের মাধ্যমে তাদের আধার নম্বর নক এবং আনলক করতে পারবেন এবং কাজটি সম্পন্ন হওয়ার পরে কেউ…

Avatar

এবারে এসে গেল আধার কার্ড নিয়ে একটি নতুন আপডেট। এবারে আধার কার্ডের ব্যবহারকারীরা একটি এসএমএসের মাধ্যমে তাদের আধার নম্বর নক এবং আনলক করতে পারবেন এবং কাজটি সম্পন্ন হওয়ার পরে কেউ আপনার আধার কার্ডের বিবরনের অপব্যবহার করতে পারবেন না। আধার কার্ড লক হয়ে যাওয়ার পরে কেউ আপনার আধার নম্বর আপনাকে না জানিয়ে ব্যবহার করতে পারবে না এবং এটির মাধ্যমে কোন জায়গায় পরিচয় যাচাই করতে পারবে না।

আপনি যদি আপনার আধার কার্ড লক করার পরে আপনার আধার নম্বরটি যাচাই করনের জন্য ব্যবহার করেন তাহলে আপনাকে ভার্চুয়াল সনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহার করতে হবে। এই সিস্টেম আপনাকে আপনার আধার কার্ডের অপব্যবহার হারাতে সাহায্য করবে এবং ভার্চুয়াল আইডেন্টিফিকেশনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ড সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি কেবলমাত্র এসএমএসের মাধ্যমে নিজের আধার নম্বর ব্লক করতে পারবেন এবং তার জন্য একটি সেট ফরম্যাটে আপনাকে একটি বার্তা টাইপ করতে হবে। এর জন্য আধার নম্বরের শেষ চারটি অক্ষরের পরে লিখুন GETOTPLAST। এই লেখাটি লেখার পরে লক করার অনুরোধের জন্য LOCKUIDLast লিখুন এবং তারপরে আপনার আধার নম্বরের চার এবং আট নম্বর লিখুন। তারপর ওই নম্বরে আপনাকে ওটিপি পাঠাতে হবে। তারপরে যাচাইয়ের জন্য কেউ আপনার আধার নম্বর ব্যবহার করতে পারবেন না। শীঘ্রই নিশ্চিতকরণ বার্তা আপনি পেয়ে যাবেন।

About Author