Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোলাপি পোশাকে কিউট লাগছে ঈশিতা দত্তকে, ছবির সৌন্দর্য ভক্তদের মন জয় করেছে (PHOTOS)

ঈশিতা দত্ত সেট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে মিডিয়ার পাতায় নিজের সাম্প্রতিক ছবি 'দৃশ্যম ২' নিয়ে চর্চায় রয়েছেন। ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।…

Avatar

ঈশিতা দত্ত সেট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে মিডিয়ার পাতায় নিজের সাম্প্রতিক ছবি ‘দৃশ্যম ২’ নিয়ে চর্চায় রয়েছেন। ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ছবিতে তার মায়ের ভূমিকায় ছিলেন শ্রিয়া স্মরণ। তার বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ম্রুণাল জাদভকে। ২০১১ সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী। ‘এক ঘার বানায়েঙ্গে’, ‘বেপানহা পেয়ার’, ‘থোরাসা বাদল থোরাসা পানি’র মতো ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণে চর্চার আলোয় রয়েছেন ঈশিতা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন ঈশিতা দত্ত শেঠ। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশ নিতে দেখা যায় তাকে। খুব সম্প্রতি একটি বোল্ড ফটোশুট করেছেন তিনি। সম্প্রতি তারই কিছু ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন ঈশিতা। এই মুহূর্তে নিজের সেই বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে বাতসাল শেঠের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বর্তমানে মিডিয়ার পাতায় প্রায়ই নিজেদের সম্পর্কের ঝলক নিয়ে চর্চিত হন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অভিনেত্রী নিজের যে ঝলকের সূত্র ধরে চর্চায় রয়েছেন সেখানে, গোলাপি রঙের অফ-শোল্ডার গাউনে দেখা মিলেছে তার। এদিন খোলা চুলে, নুড মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন মানানসই কানের দুলও। তার ভাবভঙ্গিতে ছিল বোল্ডনেসের স্পষ্ট ছাপ। আর এই লাস্যময়ী রূপেই এদিন হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। পোজ দিয়েছিলেন করিডোর থেকে শুরু করে সুইমিং পুলের ধারেও। বলাই বাহুল্য, তারই সাম্প্রতিক লুক আবারো নেটজনতার একাংশের মাঝে চর্চায় এনেছে তাকে। দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের। নিজেদের প্রিয় অভিনেত্রীর এই সাম্প্রতিক বোল্ড লুক যে তাদের পছন্দ হয়েছে, সেই ঝলক অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সেই রয়েছে।

About Author