ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বিশ্ব উষ্ণায়নের কারণে দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা। গরমে সকলের নাজেহাল অবস্থা। বাড়ছে অতিরিক্ত জল খাওয়ার প্রবণতা। গরমের কারণে সকলেই চায় ঠান্ডা জল খেতে। কিন্তু এই ঠান্ডা জলে কি কি বিপদ হতে পারে জানেন কি ? আসুন জেনে নেওয়া যাক-
১) রক্তনালী সংকুচিত:- অতিরিক্ত ঠান্ডা জল রক্তনালিকে সংকুচিত করে দেয়। এর ফলে হজমে সমস্যা তৈরি হয়।
২) দাঁতের ক্ষতি:- ঠান্ডা জল দাঁতের প্রচন্ড পরিমানে ক্ষতি করে। দাঁতের ভেগাস স্নায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পরে ঠান্ডা জল পান করলে। তাই ঠান্ডা জল পানের অভ্যাস ত্যাগ করুন।
৩) শ্বাসনালীতে সমস্যা:- অতিরিক্ত ঠান্ডা জল শ্বাসনালীতে শ্লেষ্মার পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে শ্বাসনালীতে সংক্রমণ দেখা যায়।
৪) হজমে সমস্যা:- অতিরিক্ত ঠান্ডা জল হজমে সমস্যা তৈরি করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাইরে থেকে ফিরে আসার পর বা শরীরচর্চা করার পরই ঠান্ডা জল একেবারেই পান করা চলবে না। তার পরিবর্তে উষ্ণ গরম জল পান করা যেতে পারে। কারণ শরীর চর্চা করার পর আমাদের শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। এই সময় ঠান্ডা জল পান করলে হজমে বাধার সৃষ্টি হয়।