এবার বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট ছাপানো। গোপন সূত্রে এই খবর পেয়ে নিজেদের এটিএমগুলো থেকে ২০০০ টাকার নোট সরিয়ে কাজ শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। খুবই গোপনীয়তার সাথে চলছে এই কাজ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে পাওয়া এক খবর অনুযায়ী, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের কানপুরে তাদের মোট ১৫৫ টি এটিএমের মধ্যে ৭৭ টি থেকে ২০০০ টাকার নোট তুলে নিয়েছে তারা৷ একইরকম ভাবে উন্নাওতে ২৪ টি এটিএমের মধ্যে ২১ টি থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে ২০০০ টাকার নোট৷
এই একই কাজ শুরু হয়ে গেছে ফারুখাবাদ, কনৌজ ও বান্দাতেও। ২০০০ টাকার নোট তুলে নিয়ে তার জায়গায় ২০০ ও ৫০০ টাকার নোট দিয়ে বদলে দেওয়া হচ্ছে জানা গেছে৷ তবে এই পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে ৷ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম পর্যায়ে এই কাজ শুরু করলেও ধীরে ধীরে বাকি ব্যাংকগুলিও নিজেদের এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে নেবে। ধীরে হলেও প্রতিটা এটিএমে এই বদলের কাজ করা হবে বলে জানিয়েছে ভারতের ব্যাংকিং সংস্থাগুলো।