Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিও কে টেক্কা দিতে গিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভোডাফোন ও আইডিয়া!

বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য। মুকেশ আম্বানির…

Avatar

বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য। মুকেশ আম্বানির জিও আসার পর মোবাইল দুনিয়ায় এক যুগান্তকারী বিপ্লব আসে। ফ্রি থেকে শুরু করে আকর্ষণীয় অফার এর মাধ্যমে জিও তার গ্রাহকের সংখ্যা ক্রমেই বাড়িয়ে চলছিল। তবে এবার যখন অন্য পথে জিও হাঁটতে চললো তখনই নিজেদের অফার গুলো একই রাখলো অন্যান্য নেটওয়ার্ক কোম্পানিগুলি।

সম্প্রতি মোবাইল পরিষেবা সংস্থা জিও আইইউসির নিয়ম অনুযায়ী জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে ৬ পয়সা কল রেট ধার্য করেছে। জিও এর এই নতুন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অন্যান্য মোবাইল পরিষেবা সংস্থা যেমন ভোডাফোন এবং আইডিয়া কোনো আলাদা চার্জ নেবে না বলেই জানিয়েছে। এই দুটি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের কোনো ইচ্ছা নেই গ্রাহকদের উপর অতিরিক্ত চার্জের বোঝা চাপানোর।” তারা আরও জানায় যে রিচার্জ করা থাকলে অন নেট ও অফ নেট এ কথা বলতে পারবেন গ্রাহকেরা। এই সুবিধা পাবে প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author