দেশনিউজ

খুব সাবধান! বাজারে ছড়িয়ে পড়েছে প্রচুর জাল নোট, জেনে নিন কিভাবে চিনবেন এই নোট!

Advertisement

মোদি সরকার নোট বাতিলের ঘোষণা করার পর ভারতীয় নোটে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় যে সমস্ত নোট বাজারে এনেছে গত ৩ বছর ধরে তাতে দেখা গেছে অনেক পরিবর্তন।

বাজারে নতুন নোট আসার পর নোট জালিয়াতি প্রায় বন্ধ হয়ে গেছে। সূত্রের খবর, নতুন নোট জাল করতে বহু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নোট জালিয়াতি কারীদের। নতুন নোটগুলি এমনভাবে তৈরি করা হয়েছে তা হুবহু নকল করতে নোট জালিয়াতি কারীদের ফেলতে হচ্ছে মাথার ঘাম পায়ে। তারপর আজকাল মানুষ এতটাই সতর্ক হয়ে গেছে যে কোনো বড় নোট নেওয়ার আগে দশবার যাচাই করে নেন, যে নোটটা আসল না নকল।

তাই এবার নোট জালিয়াতি কারীরা অন্য পদ্ধতি বের করেছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে, নোট জালিয়াতি কারীরা এবার নাকি ছোট নোটগুলির ওপর গুরুত্ব দিচ্ছে। কারণ ছোট নোটগুলি কেউ না চেক করেই সহজে পকেটে পুরে নেয়। কিন্তু রিজার্ভ ব্যাংকের নিয়ম কারো কাছে যদি বেশি পরিমাণে জাল নোট পাওয়া যায়,সে ছোট হোক বা বড়ো তার জেল হবে। সূত্রের খবর, বাজারে ৫০ টাকার জাল নোট অধিক পরিমাণে ছড়িয়ে পড়েছে।

আসল নোট চেনার জন্য রিজার্ভ ব্যাংক ১৪ টি বৈশিষ্ট্যের কথা বলেছে। তার মধ্যে বিশেষ কয়েকটি হল
১) ডান দিকে অশোক স্তম্ভের স্বাক্ষর।
২)রথের সাথে হাম্পি চিত্র।
৩)নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি।
৪)নোটের পেছনে বামদিকে নোট মুদ্রণের বছর।
৫)স্লোগান সহ স্বচ্ছ ভারত লেখা।
৬) আরবিআই, ভারত, ছোট আকারে ৫০ লেখা।

Related Articles

Back to top button