ইসলাম ধর্ম শান্তির উপর প্রতিষ্ঠিত এবং মুসলমান একটি শান্তপ্রিয় জাতি। এই ভাবনাকে ছড়িয়ে দিতেই উত্তরপ্রদেশের মুসলিম সংগঠন ‘ইন্ডিয়ান মুসলিমস ফর পিস’ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য জমি ফেরাতে উদ্যোগী হয়ে উঠলেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থেই অযোধ্যার হিন্দুদের হাতে রাম মন্দিরের জমি ফিরিয়ে দিতে চায় এই সংগঠন, এমনটাই জানা গেছে। গতকাল, বৃহস্পতিবার এই স্বেচ্ছাসেবী সংগঠনের একটি আলোচনা সভায় সারা দেশ থেকে মুসলিম সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।
সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রাম মন্দির নিয়েও ঐক্যমতে পৌঁছান তাঁরা। দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষেই মত দেন মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা জানান, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। দেশের সার্বিক শান্তি বজায় রাখার জন্যই তাঁরা রাম মন্দিরের পক্ষে মত প্রদান করেন বলে সংগঠন সূত্রের খবর। এই খবরে স্বভাবতই ভীষণ খুশি হয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো। উত্তরপ্রদেশের সরকার খুব শীঘ্রই রাম মন্দির নির্মাণের কাজে হাত দেবে বলে জানা গিয়েছে।