বিগত ১০ বছর ধরে সারদা, নারদা, রোজ ভ্যালির মতো চিটফান্ড সংস্থা গুলি ডুবে যাওয়ার ফলে সাধারন মানুষ আর কোনো সংস্থাকে টাকা দিতে রাজি নয়। এবার এই দুশ্চিন্তা দূর করতে যাচ্ছে পোষ্ট অফিস।
এবার সেভিংস নিয়ে আর কোনো ভয় থাকল না গ্রাহকদের, কারন পোষ্ট অফিস দায়িত্ব সহকারে সাধারন মানুষের টাকা দ্বিগুণ করে দেবে, যেখানে থাকবে না কোনো টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা। কারন, এর দায়িত্ব নিয়েছে সরকার। তাই যদিও পোষ্ট অফিস বন্ধ হয়েও যায় তবুও গ্রাহকদের কোনো ক্ষতি হবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকীভাবে দ্বিগুণ করবেন আপনার টাকা।
- যদি আপনি কেভিপিতে ৫০,০০০ টাকা ইনভেস্ট করেন তবে সেটা ১১৩ মাস অর্থাৎ ৯ বছর ৫ মাসে দ্বিগুন হয়ে যাবে।
- কেভিপিতে সর্বনিম্ন ১০০০ টাকা জমা দিতে পারবেন। আপনি সর্ব্বোচ্চ যতখুশি টাকা ডিপোজিট করতে পারবেন।
কেভিপিতে সুদের হার হবে প্রতি সেন্টে ৭.৬। যা বিগত ১০ বছরের এসবিআই ও এইচএফডিএস ব্যাঙ্কের ফিক্স ডিপোজিটের তুলনায় বেশি। বর্তমান সময়ে এসবিআই ১০ বছরের এফডি তে দিচ্ছে প্রতি সেন্টে ৬.২৫, এবং এইচএফডিএস দিচ্ছে প্রতি সেন্টে ৬.৯।