BIG NEWS: আরও একবার সার্জিক্যাল স্টাইক? পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং

বর্তমানে ভারতবিদ্বেষী কার্যকলাপ দিন দিন বাড়ছে পাকিস্থানে। উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ রদের পর থেকে আরও বেশি মরিয়া হয়ে উঠেছে জঙ্গিরা। সীমান্ত পেরিয়ে এসে নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদী। পাকিস্থানের মদতপুষ্ট সংগঠনগুলি…

Avatar

বর্তমানে ভারতবিদ্বেষী কার্যকলাপ দিন দিন বাড়ছে পাকিস্থানে। উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ রদের পর থেকে আরও বেশি মরিয়া হয়ে উঠেছে জঙ্গিরা। সীমান্ত পেরিয়ে এসে নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদী। পাকিস্থানের মদতপুষ্ট সংগঠনগুলি ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জঙ্গি হামলা চালানোর ছক কষছে এমনটা আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও যতবার পাকিস্তান ভারতকে আহত করার চেষ্টা করেছে ততবার ভারত পাল্টা জবাব দিয়েছে।এর আগে দুবার পাকিস্তান সার্জিক্যাল স্টাইকের মুখোমুখি হয়েছিলো। আবারও সেই ইঙ্গিত থাকল পাকিস্তানের জন্য।

রবিবার হরিয়ানার এক সভাতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সার্জিক্যাল স্টাইকের ইঙ্গিত দেয়। এদিন তিনি বলেন, “আমি পাকিস্তানকে উপদেশ দিচ্ছি সৎভাবে কাজ করো। দেশের মধ্যে যে সন্ত্রাসবাদীদের জায়গা দিয়েছো তা নির্মূল করো।”তিনি বলেন পাকিস্তান যদি সৌভ্রাতৃত্ব বজায় রেখে চলে তাহলে দুই দেশ মিলে উন্নতির কথা ভাবা যাবে। কিন্তু তিনি আরও বলেন যে, পাকিস্তান যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই না করে তাহলে ভারতের ও ক্ষমতা আছে তা শিকড় থেকে নষ্ট করার।