Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দীপাবলি বাম্পার অফার! JIO এর এমন অফার আগে মেলেনি! তাড়াতাড়ি করুন

সামনেই দীপাবলি। আর দীপাবলীর আগেই দীপাবলি বাম্পার অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। এই উৎসবের মরশুমে ১,৫০০ টাকার জিও ফোন মিলবে মাত্র ৬৯৯ টাকায়। আরও খুশির খবর এই যে…

Avatar

সামনেই দীপাবলি। আর দীপাবলীর আগেই দীপাবলি বাম্পার অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। এই উৎসবের মরশুমে ১,৫০০ টাকার জিও ফোন মিলবে মাত্র ৬৯৯ টাকায়। আরও খুশির খবর এই যে জিও ফোন কেনার সময় এবার কোনও পুরনো ফোন এক্সচেঞ্জ করতেও হবে না।

জিও ফোনে রয়েছে KAI OS, ১.২ GHz ডুয়াল কোর প্রসেসার, ৫১২ এমবি ব়্যাম, ২.৪ ইঞ্চি ডিসপ্লে ও ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২০০০ এমএএইচ ব্যাটারি। ২২ টি প্রাদেশিক ভাষায় ব্যবহার করা যায় জিওফোন। এছাড়া এই ফোনে সাপোর্ট করে হোয়াটসঅ্যাপে, ইউটিউব, ফেসবুক, গুগল ম্যাপ, জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিক, জিও টিভি ও জিও এক্সপ্রেস নিউজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জিও-এর Jio Phone Diwali Dhamaka-2019 অফারে ৬৯৯ টাকায় জিও ফোনের পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন আরও ৭০০ টাকার অতিরিক্ত সুবিধা। প্রথম সাতটা রিচার্জে ৭০০ টাকার অতিরিক্ত ডেটা দেবে জিও। সব মিলিয়ে জিও গ্রাহকেরা পেয়ে যাবেন প্রায় ১৫০০ টাকার বেনিফিট।

About Author