BIG BREAKNG: সতর্ক থাকুন! যে কোনও মুহুর্তে ভারতে হতে পারে জঙ্গি হামলা!
ফের জঙ্গি হানার আশঙ্কায় সতর্ক করা হলো ভারতীয় সেনাকে। গতকাল, বুধবার ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছে পাকিস্তানের জঙ্গিরা। এর ফলে সীমান্ত লাগোয়া পাঞ্জাবে জারি করা হয়েছে ওরেঞ্জ অ্যালার্ট। রেড অ্যালার্টের পরে বিপদের সম্ভাবনা বাড়লে জারি করা হয় এই ওরেঞ্জ অ্যালার্ট।
এর আগেও অবশ্য পাক জঙ্গিরা সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিলেন গোয়েন্দা সংস্থা। এদিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সেনাবাহিনীকে জানানো হয়, পাকিস্তানের একটি বিশাল জঙ্গি দল নাশকতার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। এর পরই পাঠানকোট, জম্মু, শ্রীনগর, অবন্তিপুরা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
এই উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে নিউদিল্লি। সূত্রের খবর, ‘পঞ্জাব এবং জম্মু লাগোয়া সেনা ঘাঁটিগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাঠানকোট এবং জম্মুতে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। বুধবার সকালেই এই তথ্য পাওয়ার পর সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে সেনা ঘাঁটিগুলিকে সুরক্ষিত রাখার জন্য।’ অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, চলতি বছরে দু’হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।