টালা ব্রিজের পর ফের কলকাতায় বন্ধ হতে চলেছে আরও একটি সেতু। নভেম্বরের প্রথম সপ্তাহে অন্তত ৩ দিন বন্ধ থাকবে বিজন সেতু। এটি দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। যানবাহন বন্ধ করে মেরামতির কাজ চলবে। বিকল্প পথও ভাবা হয়েছে।
তবে কোন কোন পথ দিয়ে গাড়িগুলি চলবে তা পরে বিস্তারিত জানা যাবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর। নভেম্বরে এই কাজের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। যানজটের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film