Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ার খেলে বাড়ে যৌন উদ্দীপনা! জানুন বিস্তারিত

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সারা পৃথিবী জুড়েই একটি অতি জনপ্রিয় পানীয় হলো বিয়ার। গলা ভেজাতে অনেকেরই বিয়ার প্রিয়। বিয়ারের ক্ষতিকারক দিকগুলো সম্বন্ধে আমরা সকলেই জানি। কিন্তু বিয়ের…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সারা পৃথিবী জুড়েই একটি অতি জনপ্রিয় পানীয় হলো বিয়ার। গলা ভেজাতে অনেকেরই বিয়ার প্রিয়। বিয়ারের ক্ষতিকারক দিকগুলো সম্বন্ধে আমরা সকলেই জানি। কিন্তু বিয়ের খেলে যৌন জীবনে যে কতটা উপকার পাওয়া যায় যে সম্বন্ধে অনেকেই জানে না। ভায়াগ্রা বা ওই জাতীয় ওষুধের থেকেও যৌন জীবনে বেশি উপকারী বিয়ার। জেনে নিন বিয়ারের এমনই কিছু গুণ-

১. যৌন উদ্দীপনা বাড়াতে: বিয়ার খুব ভালো যৌন উদ্দীপক হিসেবে কাজ করে। বিয়ারে থাকা আয়রন আমাদের রেড ব্লাড সেলে হিমগ্লোবিন তৈরি করে। আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ আরও বেশি করে তোলে। এর ফলে যৌন উদ্দীপনা বাড়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. সেক্সের সময় বাড়াতে সাহায্য করে: সেক্সের সময় বাড়াতে বিয়ার খুবই উপযোগী। সেক্সের আগে যদি কিছুটা বিয়ার খাওয়া যায় তাহলে অনেকটা সময় ধরে সেক্স উপভোগ করা যায়।

৩. ত্বক ও চুলে মসৃণভাব আনে: বিয়ার ত্বকে ও চুলে মসৃন ভাব আনতে সাহায্য করে। চুলে বিয়ার শ্যাম্পু মাখলে চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়।

৪. রোগ প্রতিরোধে সাহায্য করে: শরীরের অন্তত দশটির বেশি রোগ সারাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে বিয়ার।

৫. কর্মক্ষমতা বাড়ায়: একটি গবেষণায় দেখা গেছে যে, বিয়ার খাওয়ার কয়েকঘন্টা পর কাজ করার ইচ্ছা বেশ খানিকটা বেড়ে যায়। তাই কোনো কাজ করতে মন না লাগলে কিছুটা বিয়ার খেয়ে নিন।

৬. দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে: গবেষকদের মতে যারা নিয়মিত বিয়ার খায় তারা অন্যদের তুলনায় অনেক তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারে সহজেই। কিন্তু চিকিৎসকদের মতে এত উপকারী গুন থাকলেও বিয়ার অত্যধিক পরিমাণে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকরই। তাই খেতে হবে পরিমাণ মতো।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

About Author