Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LIC নিয়ে এলো বিরাট স্কিম! কম ইনভেস্টমেন্টে পাবেন বিপুল পরিমাণ টাকা!

ভারতীয় জীবন বিমা সংস্থাগুলির মধ্যে যে সবচেয়ে বড়, নির্ভরশীল সংস্থা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সংস্থার বহু ভালো ভালো স্কিমের মাধ্যমে গ্রাহকদের পরিসেবা দিয়ে থাকে। এই বছর এই সংস্থা…

Avatar

ভারতীয় জীবন বিমা সংস্থাগুলির মধ্যে যে সবচেয়ে বড়, নির্ভরশীল সংস্থা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সংস্থার বহু ভালো ভালো স্কিমের মাধ্যমে গ্রাহকদের পরিসেবা দিয়ে থাকে।

এই বছর এই সংস্থা একাধিক স্কিম লঞ্চ করেছে। তার মধ্যে একটি হল জীবন শান্তি নামে পেনশন স্কিম। এটি একটি নন লিঙ্কড প্ল্যান। এই স্কিমে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি নির্দিষ্ট সময় পর প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন। এই পলিসি করানোর জন্য আপনার বয়স ন্যূনতম ৩০ বছর ও সর্বোচ্চ ৮৫ বছর হতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ধরুন আপনি বার্ষিক পেনশন হিসেবে ৬৫,৬০০ টাকা পেনশন হিসেবে পাবেন তার জন্য কিন্তু আপনাকে ৫০ বছরে ১০,১৮,০০০ টাকা ইনভেস্ট করতে হবে। কিন্তু এছাড়া Deferred অপশন রয়েছে ৷ সেখানে ১ বছরে পরে পেনশন নিলে মিলবে ৬৯৩০০ টাকা বছরে, ৫ বছর পর ৯১৮০০ টাকা।

এটি একটি সিঙ্গল প্রিমিয়াম ডিপোজিট পেনশন প্ল্যান। আপনি অফলাইন ছাড়াও অনলাইনে এই স্কিম কিনতে পারেন। আরও একটি বিশেষ সুবিধা রয়েছে। এই পলিসিতে রয়েছে লোন নেওয়ার সুবিধা।

আপনি যদি এই পলিসি করান তাহলে আপনার পাশাপাশি আপনার পরিবারের সকলে লাভবান হবে। এছাড়া কর ছাড় পাওয়া যাবে যদি আপনি এই পলিসি করেন। এখানে পলিসি হোল্ডারের কাছে সুযোগ রয়েছে যে তিনি পেনশন সঙ্গে সঙ্গে নিতে চান নাকি কিছু সময়ের পর ৷

About Author