ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজ

Indian Railways: টিকিট বাতিল করার দরকার নেই… কোটি কোটি যাত্রীকে এই সুবিধা দিয়েছে রেল, জেনে নিন

ভারতীয় রেলের তরফ থেকে ভারতের যাত্রীদের জন্য নানা সময়ে নানা আধুনিক পরিকল্পনা নিয়ে আসা হয়েছে

Advertisement

ভারতীয় রেলের নিশ্চিত টিকিট পাওয়া খুব একটা সহজ কাজ নয়। আপনাকে যদি ঘুরতে যাওয়ার জন্য নিশ্চিত টিকিট পেতে হয় তাহলে আপনাকে অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করতে হবে। ছুটির মৌসুমে বা উৎসবের মরশুমে আপনি অগ্রিম বুকিং করার পরেও টিকিট নাও পেতে পারেন। অনেক লোক কঠোর চেষ্টা করেও টিকিট পান না অনেক সময়। কিন্তু ভারতীয় রেলওয়েতে নিশ্চিত টিকিট পাওয়ার একটা রাস্তা রয়েছে। ভারতীয় রেল সব সময় এই সুবিধা দিয়ে থাকে কিন্তু অনেকেই এই সুবিধার ব্যাপারে খুব একটা বেশি জানেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ভারতীয় রেলের এই সুবিধার সুযোগ গ্রহণ করবেন এবং কিভাবে আপনি ভারতীয় রেলে একটি নিশ্চিত টিকিট বুকিং করবেন।

মনে করা যাক আপনি একটি নির্দিষ্ট দিনের জন্য একটি নিশ্চিত টিকিট বুক করে ফেলেছেন বেশ কয়েক মাস আগে। কিন্তু সেই দিন কোন প্রোগ্রাম পরিবর্তনের কারণে আপনি সেদিন যেতে পারছেন না। তখন হঠাৎ করে টিকিট বাতিল করে দেবেন না। আপনার পরিকল্পনা যদি অন্য তারিখে যাওয়ার জন্য থাকে, তাহলে আপনি টিকিট বাতিল না করে সেই টিকিট অন্য তারিখে ট্রান্সফার করে দিতে পারেন। এর ব্যাপারে খুব কম লোকই জানেন। তবে আপনি সহজেই কিন্তু ভারতীয় রেলের পরিষেবা ব্যবহার করে টিকিট রি-সিডিউল করতে পারেন।

আপনি যদি অফলাইন টিকিট বুক করে থাকেন তবে আপনাকে প্রস্থান করার কমপক্ষে ৪৮ ঘন্টার আগে স্টেশনে পৌঁছাতে হবে এবং রিজার্ভেশন কাউন্টারে গিয়ে ফি পরিশোধ করে আপনাকে টিকিট পুনরায় সিডিউল করতে হবে। তবে আপনাকে জানিয়ে রাখি শুধুমাত্র অফলাইনে কিন্তু এই সিডিউল এর ব্যবস্থা রয়েছে। আপনি যদি অনলাইনে টিকিট বুক করে থাকেন তাহলে আপনাকে টিকিটের প্রিন্ট আউট নিয়ে অফলাইনে এই কাজটা করতে হবে। মনে রাখবেন টিকিট পুনরায় সিডিউল করতে আপনাকে কিন্তু যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে সেইখানে যেতে হবে। এছাড়াও বিশেষ টিকিটে এই সুবিধা আপনি পাবেন না।

Related Articles

Back to top button